Search

Sunday, June 15, 2025

এক 'মহিলা ইতর'!

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমার জ্ঞানের স্বল্পতা! ইতর শব্দটার স্ত্রী লিঙ্গ কি হয় এটা আমার জানা নাই বিধায় আপাতত 'মহিলা ইতর' দিয়ে কাজ চালাচ্ছি। কাউকে নিয়ে 'বডি শেমিং' করাটা অন্যায় কারণ প্রকৃতিগত ভাবে কারও শরীরের কোন বিচ্যুতি নিয়ে সমালোচনা চলে না।

যেটায় কারও হাত নাই তা নিয়ে বলাটা ভারী অসমীচীন। কিন্তু, কেউ যদি সার্জারি করে ছুঁচোর মত চিবুক বানিয়ে ফেলে তা নিয়ে হাস্যরস না-করাটা অবশ্যই দোষের! কারণ এমন 'ছুঁচোহাসি' কে হাসতে পারে, কবে কে হেসেছে! 

যে মহিলা ইতরটা সাক্ষাৎকার নিচ্ছে বি-রা-ট একটা স্কলারের ভাব নিয়ে, এর নাম বর্ষা-বারিশা যাই হোক, নামে কী আসে যায়! আসলে বিভিন্ন প্রকারের ইতরে ভরে গেছে গোটা দেশটা। যেমন জয় নামের এই 'লুকটা' []! একেকটা চলমান স্টার, স্টারে-স্টারে সয়লাব দেশ! লাখ, মিলিয়ন ভিউ। এরা পারে না ভিউ বাড়াবার জন্য ক্যামেরার সামনে উবু হয়ে বাথরুমের কাজটাও সেরে ফেলতে!

এই 'মহিলা ইতর' যার সাক্ষাৎকার নিচ্ছে এর নাম স্যান্ডি-স্যান্ডেল কিছু একটা হবে। বাড়ি কোলকাতা। এ একজন স্বঘোষিত সমকামী। এটা তার ব্যক্তিগত ইচ্ছা-পছন্দ, এটা আমার আলোচনার বিষয় না। স্বঘোষিত সমকামী এমন অনেকেই আছেন যেমন আমাদের 'কোবিবর' নির্মলেন্দু গুণ []। আর এ দেশে 'ছুপা' সমকামীর তো অভাব নাই, হরেদরে...! হাটে-ঘাটে-মাঠে-মেসে-মাদ্রাসা, কোথায় নেই! 

কিন্তু এই স্যান্ডেল কুমার যে ভঙ্গিতে (যেমন, অসংখ্য কনডম আদুল গায়ে এখানে-ওখানে ঝুলিয়ে...) প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়ায় একে অবশ্যই আটক করে রাখাটাই সমীচীন 'পাবলিক ন্যুইসেন্স' ভায়োলেশনের কারণে।

এখন সাক্ষাৎকার টাইপের 'ইয়ের টাল' নামের অনুষ্ঠানে এ যেটা বলছে তাও শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত।

১. ইতর এবং ইতর বানাবার কারখানা: https://www.ali-mahmed.com/2024/12/blog-post_26.html

১. নির্মলেন্দু গুণ: https://www.ali-mahmed.com/2009/12/blog-post_3336.html 

Saturday, June 14, 2025

আমাদের একজন 'বাবর আলী!

অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের বাবর আলী! ভ্রমণে মূল ঝামেলা থেকেই বাঁচিয়ে দিয়েছে বাবর আলী। আমার কাছে সাধারণত অপরিচিত লোকজনেরা প্রথমেই জানতে চান ঘোরাঘুরির টাকা ম্যানেজ করা যায় কী করে? আমি চট করে হাতের কাছে থাকা বাবর আলীর উদাহরণটা দিয়ে দিই!
অনেকে বলে থাকেন, 'টাকা জমাতে পারছি না বলে দেশ ঘুরতে বের হতে পারছি না'।
ইয়ে,‌আপনার পকেটে কি পাঁচ হাজার টাকা আছে? কিংবা পাঁচ হাজার টাকা কি আগামী কয়েক মাসে জমানো সম্ভব?

Saturday, May 24, 2025

নরক!

ফতোয়ার জন্য "ফাতাওয়ায়ে আলমগীরী"-কে অত্যন্ত গুরুত্বের সংগে গ্রহণ করা হয়। এটা তো সবার জানা বাদশাহ আলমগীরের নামানুসারে 'ফাতাওয়ায়ে আলমগীরী" নামকরণ করা হয়েছিল। এই কিতাবের ভূমিকায় বাদশাহ আলমগীরের প্রসংগে  বলা হয়েছে এভাবে:

আমিরুল মু'মেনীন, রঈসুল মুসলিমীন, ইমামুল মুজাহিদীন মহান রাষ্ট্রনায়ক আবূ মুজাফফার মুহীউদ্দিন বাহাদুর ওরফে বাদশাহ আওরংগজেব আলমগীর গাযী ওরফে বাদশা আলমগীর (র)। অতঃপর আল্লাহতা'য়ালা বাদশাহ আলমগীর  (র) হৃদয়ে এমন একটা সংকলনের বিষয় ইলহাম করেন...। 

যাই হোক, "ফাতাওয়ায়ে আলমগীরী", ইসলামিক ফাউন্ডেশন থেকে ১০ খন্ডে প্রকাশিত। আমি ২য় খন্ড থেকে কেবল একটা ফতোয়া (২য় খন্ড, পৃ: ৩৯-৪০) এখানে উল্লেখ করতে চাই। এটা টাইপ করার সাহস আমার নাই বিধায় আগাম ক্ষমা  প্রার্থনা!

Friday, May 23, 2025

জ্ঞানের (গা...) নৌকা পাহাড়ে উঠে...!


শতবর্ষী একটা গাছ কেটে ফেলেছেন আমাদের আলেম সাহেবরা। অভিযোগ গুরুতর- জালেমরা এই গাছে জালেমগিরি করে!

Monday, May 12, 2025

একটি জুতা এবং এক টাকার পানি!

লেখক: সাইফুল বাতেন টিটো (https://saifulbaten.blogspot.com/?m=1), https://www.facebook.com/share/1LJjnqmFwJ/

"সম্ভবত ২০১৪ সালের কথা। চ্যানেল আই আমাকে দিয়ে দ্বিতীয় নাটক বানাবে এই জন্য আমি ইবনে হাসান খানের সঙ্গে মিটিং শেষ করে কবি নির্মলেন্দু গুণদা'র মেয়ে প্রডিউসার মৃত্তিকা গুণের সামনে বাজেট নিয়ে কথা বলছি আর চা খাচ্ছি। সঙ্গে সম্ভবত Hassan Shantonu ছিলেন। কবিকন্যা  মৃত্তিকা বললেন:

Friday, May 9, 2025

বীরশ্রেষ্ঠ মতিউর বনাম নিশান-ই-হায়দার মিনহাজ: কে আসল বীর?

লেখক: আরিফ রহমান (https://www.facebook.com/share/1DVEKhbT4h/)

"আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যু দিন আর পাকিস্তানের সর্বোচ্চ বীর রশিদ মিনহাজের মৃত্যু দিন কিন্তু একই দিন। কারণ দুজনের মৃত্যু একই ঘটনায় ঘটে। এই ঘটনা পৃথিবীর ইতিহাসের গভীর এক হেঁয়ালির জন্ম দেয়। একই ঘটনায় নিহত দুই পক্ষের দুইজন মানুষ দুটি দেশের সর্বোচ্চ বীরের খেতাব পেয়েছেন!

Thursday, May 8, 2025

গুমঘরের যত কথা!

লেখক: Nabila Idris (https://www.facebook.com/share/1BgAt6pGE8/)

যিনি গুম কমিশনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, আছেন। তাঁর লেখার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের গুম সংক্রান্ত বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়...:

" ১. আমরা রেগুলারলি ভিক্টিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি। এসব নির্যাতন প্রায়ই এতটা নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায়। কিন্তু মাঝে-মাঝে কিছু ভিক্টিম এমন ঘটনার বর্ণনাও দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায়!

Monday, May 5, 2025

BSF: আদি অকৃত্রিম এক হায়েনা!

পূর্বের এই লেখায় [] আমি উল্লেখ করেছিলাম, সীমান্তবর্তী একটা এলাকায় স্কুল চালাবার সূত্রে ওখানকার লোকজনের মুখ থেকে শুনতাম বিএসএফ কেমন করে আমাদের লোকজনকে আমাদের এলাকা থেকে ধরে নিয়ে যায়।

ধরে নিয়ে যাওয়ার পর খুব কম মানুষই ফেরত আসত। আর যারা ফেরত আসত তাদের বর্ণনা ছিল ভয়াবহ-রোমহর্ষক!  বিএসএফ যে কেবল ভয়ংকর নির্যাতন করত এমনই না শরীরের নাকি পেট্রল পুশ করে দিত। অনেকের হাত-পায়ের রগ কেটে নদীতে ভাসিয়ে দিত!

Sunday, May 4, 2025

এক কাপ চায়ে দু-কাপ চিনির সঙ্গে আরেক চামচ...!

এক কাপ চায়ে দু-কাপ চিনি দেওয়ার পর সেই চা যেমন কোন মানুষের খাওয়ার যোগ্য থাকে না তেমনি আমিনুল ইসলাম নামের মানুষটাকে নিয়ে এহেন মন্তব্য করার পর,  তাকে নিয়ে আবারও লেখা চলে না []। কিন্তু, ওই যে একটা কিন্তু থেকে যায়...! কিছু মানুষ থাকেন যারা মানুষের(অ) ঊর্ধ্বে!