Search

Monday, October 13, 2025

কারাগারময় বাংলাদেশ!

সামরিক বাহিনীর যাদের প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এদের জন্য আলাদা জেলখানা স্থাপন করা হয়েছে। এ এক বিস্ময়!

এ সত্য, সরকার আইন কপচিয়ে এটা করেছে:

এখানে Prisions act 1894-এর ৩(বি) ধারার প্রয়োগ করা হয়েছে। ভাবা যায়, আমাদের দেশে এখনও ১৩১ বছর, প্রায় ১৫০ বছর পুরনো আইনে দেশ চলে! একটা স্বাধীন দেশে এখনও ব্রিটিশদের আইনের বাইরে আমরা যেতে পারিনি! ব্রিটিশদের দেখলে এখনও যে আমরা প্যান্ট ভিজিয়ে ফেলি না আমাদের এও এক বিরাট সাহস! আমাদের বাপ-দাদাদের পিঠে পা রেখে সাহেবরা ঘোড়ায় উঠত আর এখনও সাহেবদের আইন আমাদের মাথায়-মগজে! 

যাই হোক, এই আইনে যেটা বলা হচ্ছে:


"(b) Any place specially appointed by the Government under section 541..."

এবং ঝড়ের গতিতে রাষ্টপতি  আদেশ দিয়েছেন!
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক-বেসামরিক মিলিয়ে ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর ক্যান্টনমেন্ট-এর ভেতর একটি স্থাপনাকে কারাগার ঘোষণা করা হয়েছে!
যে মামলা নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা সেটা কিন্তু সাধারণ কোন মামলা না, ৩টির মধ্যে ২টিই গুম সংক্রান্ত। সোজা ভাষায় বললে, খুনের মামলা—ভয়ংকর এক মানবতা বিরোধি অপরাধ! গুম নিয়ে যারা হাসাহাসি করেন, হালকা চালে দেখেন তারা গুম কমিশনের এই ডক্যুমেন্টারিটা দেখে নিলে ভাল করবেন। এরপরও কারো যদি হাসি আসে তাহলে সে একটা 'বাই বোর্ন শুয়োর'!

আমার স্বল্প জ্ঞানে যেটা বুঝি, যে সামরিক লোকজনের জন্য আলাদা কারাগার করা হলো তাদের বিচার কি সামরিক আইনে হচ্ছে? না!
আমরা চিফ প্রসিকিউটরের বক্তব্য একটু শুনি:
যেহেতু এখানে কোর্ট-মার্শাল চলছে না—সরল প্রশ্ন, এই সামরিক লোকজনদেরকে কি আদালতে উপস্থাপন করা হয়েছে? জাজ কি বলেছেন যে জামিন হবে, কি হবে না? জাজ কি বলেছেন, এরা কারাগারে যাবেন, কি যাবেন না? জাজ কি বলেছেন, কারাগার কি এদেশে হবে, নাকি অন্য দেশে? নাকি জাজ নিজেই ক্যান্টনমেন্টে চলে যাবেন বিচারপর্ব পরিচালনা করার জন্য?
আর্মি আইনে অবশ্য বলা আছে:
"... If the accused is in custody, then the investigation must be started within 48 hours from the time of his arrest excluding public holidays..." -(Army Act, Section 74)
এখানে যেহেতু আর্মির এই আইন অচল তাই চিফ প্রসিকিউটর প্রচলিত আইন থেকে যেটা বলছেন, ২৪ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে এটাই সঠিক। এর ব্যতয় হওয়ার তো কোন সুযোগ নাই। 
এখন সামরিক লোকজনদের জন্য যদি আলাদা কারাগার বানাবার প্রয়োজন দেখা দেয় তাহলে সাবেক বিচারপতি, সাবেক সিইসি এদের জন্যও তো আলাদা কারাগারের আবশ্যকতা দেখা দেবে। তখন বিচারপতিদের জন্য হাইকোর্ট প্রাঙ্গণে একটা কারাগার, মন্ত্রীদের জন্য মিন্টু রোডে একটা কারাগার আর 'কানকাটা রমজানের' জন্য কাশিমপুর কারাগার...।

কারাগারময় বাংলাদেশ! 

No comments: