শায়েস্তা খান আমলের (১৬৭১) এই ছোট কাটারা দেখতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেল!
মোগলদের সময় ক্রমশ খারাপ হচ্ছিল এটা জানতাম কিন্তু এমন পর্যায়ে গেছে এটা আমার কল্পনাতেও ছিল না।
আফসোস, মোগলদের এখন জুস বিক্রি করতে হয়...!
*অসভ্য জাতির একজন অসভ্য মানুষ হিসাবে এটা 'এক অসভ্য রসিকতা'!


No comments:
Post a Comment