My Blog List

  • আলোর সঙ্গে... - ডা. রুমি আলম যে হুইলচেয়ারটা দিয়েছিলেন [১] এটা যে এমন কাজে লাগবে তা আমাদের আগাম জানা ছিল না। কোর্টের সামনে এমরান নামের এই মানুষটাকে উকালতির সূত্রে ফি রোজ নি...

Saturday, January 18, 2020

বাবার সেই চাদরটা...।

১১.
বাবার সেই চাদরটা, যেটা
বাড়তি উষ্ণতা দেয় আমায়।
সেই চাদরটাই গায়ে ছিল
যেদিন চটিটা পায়ে দিলাম।
ওই চটিটা, যেটা দমাদম
সুর-তান তোলে করপোরেট
ঘোঁৎ-ঘোঁৎ শুয়োরটার পিঠে।

Sunday, January 12, 2020

দলবাজ এবং 'পাবলিকবাজ'!

সিভিল সার্জন শাহ আলম হাসপাতালের ভেতরে বিকট শব্দে 'বাজাবাজি' খেলা এবং 'গানাবাজানা' নিয়ে সাক্ষাৎকারে যেটা বলেন এর মোদ্দা কথা হলো, এই সব এক প্রকারের মিডিয়ার মিডিয়াবাজি- তিলকে তাল তালকে তিল করার খেলা কিন্তু এই সব দলবাজ মহোদয় ভুলে যান 'পাবলিকবাজ' পাবলিকের কথা। আফসোস, বড়ই আফসোস!