Saturday, January 18, 2020

কোবতে!
১২
"কাল বিকেলে নাকি আজ সকালে
ন্যানো ড্রাইভটা ফেলেছি হারিয়ে
যেটায়- রাখা ছিল ৭০০ কোটি 
মানুষের ডিএনএ প্রোফাইল"


১০.
"যে পাহাড়টা স্থির দাঁড়িয়ে
সে কিন্তু আমায় দেখে ভাবে,
কী অস্থির এই মানুষটা-
এক জীবনে এ অর্থহীন
ছোটাছুটির কী এক মানে!"


১৭

"বিরক্তিকর মুচমুচে রোদে ভাজা হতে হতে,
আকাশমেঘ গড়িয়ে লেপ্টে থাকে স্যান্ডেল পিচে-
সেদ্ধ বৃষ্টি অনবরত সাঁতরায় ধমনিতে।"


১১.
"বাবার সেই চাদরটা, যেটা
বাড়তি উষ্ণতা দেয় আমায়।
সেই চাদরটাই গায়ে ছিল
যেদিন চটিটা পায়ে দিলাম।
ওই চটিটা, যেটা দমাদম
সুর-তান তোলে করপোরেট
ঘোঁৎ-ঘোঁৎ শুয়োরটার পিঠে।"


Sunday, January 12, 2020

দলবাজ এবং 'পাবলিকবাজ'!

সিভিল সার্জন শাহ আলম হাসপাতালের ভেতরে বিকট শব্দে 'বাজাবাজি' খেলা এবং 'গানাবাজানা' নিয়ে সাক্ষাৎকারে যেটা বলেন এর মোদ্দা কথা হলো, এই সব এক প্রকারের মিডিয়ার মিডিয়াবাজি- তিলকে তাল তালকে তিল করার খেলা কিন্তু এই সব দলবাজ মহোদয় ভুলে যান 'পাবলিকবাজ' পাবলিকের কথা। আফসোস, বড়ই আফসোস!