এই যে লোকটা, এর নাম আলতাফ শাহনেওয়াজ। কাজ করতেন দৈনিক প্রথম আলোয় সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে। এবং সাহিত্যিক। আমার ধারণা, প্রথম আলোর চাপরাশিও কালে-কালে একজন সাহিত্যিক হয়ে যান! মুভি বলতে যেমন বোঝায় হলিউড, বিশ্বসাহিত্য বলতে যেমন ইংরেজি ভাষায় সাহিত্য তেমনি এই দেশে সাহিত্যিক মানে 'প্রথম আলো ঘরাণার সাহিত্যিক'!
যাই হোক, পরে আলতাফ শাহনেওয়াজ যোগ দেন 'Dhaka Stream'-এ। তারই এক সহকর্মী স্বর্ণময়ী বিশ্বাস, আত্মহত্যা করেছেন এমনটাই বলা হচ্ছে এবং এর পেছনে আলতাফের পরোক্ষ হাত নেই এমনটা বলা যাবে না। নমুনা:
এই মৌসুমী হচ্ছেন, একজন সংবাদকর্মী এবং স্বর্ণময়ীর আত্মীয়। আমি বিশ্বাস করি, মৌসুমীর প্রত্যেকটা কথা সত্য কারণ এই আলতাফের বিরুদ্ধে কেবল স্বর্ণময়ীই না ২৬ জন গণমাধ্যমকর্মী লিখিত অভিযোগ করেছিলেন:
আমি যেহেতু আলতাফের লেখা পূর্বে পড়ি নাই তাই তার লেখার মান নিয়ে মন্তব্য করা থেকে বিরত রইলাম। হতে পারে এই লোক বিরাট সাহিত্যক কিন্তু আমি বারবার যেটা বলি, একজন ভাল সাহিত্যিক, একজন ভাল চাকুরেজীবী হলেই সে ভাল মানুষ হবে এর কোন নিশ্চয়তা নেই!
আমি ব্যক্তিগত ভাবে কাউকে 'বডি শেমিং' করাটা অন্যায় মনে করি—অন্যকে এই অন্যায় করতে জোর নিষেধ করব। কিন্ত... কেউ-কেউ যেমন নিজেকে খুন করাটা ঠেকাতে পারেন না (যার চালু নাম আত্মহত্যা); তেমনি আমিও, আলতাফ শাহনেওয়াজের ভচকানো চেহারা, তার ভচকানো পা (এ খুড়িয়ে হাঁটে) এটা বলে এই অন্যায় না-করে পারছি না...।



No comments:
Post a Comment