Search

Tuesday, June 22, 2010

জয় হোক বাংলা ভাষার, বাংলা ব্লগিংয়ের, বাঙালির



আজ (২২.০৬.১০) আমি বেস্ট অফ দ্যা ব্লগস (ববস) এর যে সেরা বাংলা ব্লগ পুরষ্কারটি গ্রহণ করলাম, এটা কেবল আমার নিজের অর্জন নয়, সমগ্র বাংলা ব্লগারদের অর্জন। আমাদের সবার অর্জন। এখানে আমি আলী মাহমেদ কেউ না। আমি সারা বিশ্বের সামনে নিজের ভাষাকে তুলে ধরতে পেরেছি, আমার জন্য এটাই সবচেয়ে আনন্দের। এমন দিনে মরতেও সুখ...।

*প্রতিবেদন: ডয়চে ভেলে: http://ht.ly/21Z7s  
**অন্যত্র একটা মন্তব্য করেছি। লেখাটা এখানে থাকার প্রয়োজন বোধ করছি বিধায় এই লেখার সঙ্গে জুড়ে দিচ্ছি: ইউনেসকোর তথ্য অনুযায়ী, বিশ্বের ছয় হাজার ভাষার মধ্যে প্রায় আড়াই হাজার ভাষা হারিয়ে যাচ্ছে। 
লাটভিয়ায় ‘লিভোনিয়ান’ ভাষায় কথা বলেন এমন একজনই মাত্র জীবিত আছেন, তিনি মারা গেলে সেই ভাষারও মৃত্যু হবে। এটা ২০০৯ সালের কথা, এরিমধ্যে তিনি মারা গেছেন কিনা আমি জানি না।
আলাস্কার ‘আইয়াক’ ভাষা জানা শেষ ব্যক্তিটি মারা যান ২০০৮ সালে। তাঁর সঙ্গেই মৃত্যু হয় ‘আইয়াক’ ভাষার।

যে আড়াই হাজার ভাষা এই গ্রহ থেকে হারিয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের বাংলা ভাষাও থাকতে পারত কিন্তু আমাদের অপার সৌভাগ্য আমাদের বাংলা ভাষা যে কেবল টিকেই আছে এমন না, আছে সদর্পে, সীমাহীন গৌরবে!
বাংলা নামের আমাদের মায়ের ভাষা- এটা তো আর এমনি এমনি হয়নি, কেউ আমাদেরকে এটা মুফতে-দানে দেয়নি। এর জন্য আমরা কেবল দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরেই লড়াই করিনি; লড়াই করেছি যুগের-পর-যুগ ধরে!
এই দেশের অসংখ্য সেরা সন্তান তাঁদের রক্ত অকাতরে বিলিয়ে গেছেন আমাদের জন্য। আমাদের কালির সঙ্গে মিশে আছে তাদের রক্ত। জান্তব স্বপ্ন নামের সেই মানুষগুলোর অনেকেই আজ নেই কিন্তু তাদের মায়াভরা সুশীতল ছায়া ছড়িয়ে আছে আমাদের মাথার উপর।
তাঁদের ছায়ার পাশে যখন আমার মত অভাজন দাঁড়াই তখন নিজেকে কী ক্ষুদ্র, লজ্জিতই না মনে হয়। নতচোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে না থেকে কোন উপায় থাকে না।

আমরা যারা ওয়েবসাইটে লেখালেখি করি তাঁদের প্রতি প্রিন্ট মিডিয়ায় কী তাচ্ছিল্য! যেন এরা একেকজন চলমান জ্ঞানের ভান্ডার হয়ে বসে আছেন। এঁরা হাটেন পা ফাঁক করে, বড়ো সাবধানে- জ্ঞান গড়িয়ে পড়বে এই ভয়ে।
কিন্তু এটা আমাদের সবার বিজয়, ওয়েবসাইটে লেখালেখির সুবাদে আন্তর্জাতিক একটা পরিমন্ডলে এই প্রথমবারের মতো বাংলা ভাষা দাঁড়িয়েছে দানবীয় শক্তি নিয়ে।

আমি হয়তো ভাল করে আমার দায়িত্ব পালন করতে পারিনি কিন্তু আমার আন্তরিক বিশ্বাস, অন্য একজন চমৎকার করে পারবেন।
আমি স্বপ্ন দেখি, আমি হয়তো থাকব না কিন্তু আমার স্বপ্ন থেকে যাবে। আমার গলিত শব থেকে জন্ম নেবে সত্যিকার একজন দুর্ধর্ষ যোদ্ধা। যে যোদ্ধা বাংলা ভাষা নামের তরবারী দিয়ে সমস্ত অন্ধকার ফালাফালা করবেন, কাঁপিয়ে দেবেন এই গ্রহটাকে। আমি সেই মানুষটার জন্য অপেক্ষায় আছি...।

ভাল থাকুন। বাংলা ভাষার জন্য, অভাগা এই দেশমার জন্য অহেতুক একগাদা ভালোবাসা-আবেগ-মমতা নিয়ে...।
সবাইকে অশেষ ধন্যবাদ।

45 comments:

Unknown said...

khub valo lagse vai.

JeweL said...

Congratulation...

নাজমুল হক রাসেল said...

অভিনন্দন

সাজ্জাদ said...

পুরস্কারটি গ্লোবাল মিডিয়া ফোরাম থেকে গ্রহণ করায় আপনাকে আবারো অভিনন্দন। ভাল থাকুন।

Unknown said...

আন্তরিক অভিনন্দন। ইচ্ছে করছে ঢোল নিয়ে আবুধাবির রাস্তায় বেরিয়ে পড়ি।

Unknown said...

অভিনন্দন শুভ ভাই....
এখন শুক্লপক্ষ...আর কদিন পরই পূর্ণিমা...

আহা, পূর্ণিমা'র দিন পুরস্কারটা দিলে কী এমন ক্ষতি হতো!! :)

এ আনন্দ রাখার জায়গা নেই... :)

মুকুল said...

অভিনন্দন ! কেক কুক খাইতে চাই। :D

Sadiq said...

C O N G R A T U L A T I O N S!

জ্বিনের বাদশা said...

CONGRATULATIONS!!
Dear Shuvo bhai

Unknown said...

Apner ei safolle amra anondit, gorvito. Bangla ke Bishe abaro tule dorai Obinondon.
Shomvob hole total onusthaner Khobor o Pic send korben.
Bishwajit Paul Babu

Unknown said...

আনন্দে চোখে জল আসছে।খুবই ভাল লাগছে। না হোক এভারেষ্ট, এটা তো বাংলা ভাষার কোন কম অর্জন নয়।
কিন্তু আক্ষেপ আমাদের গনমাধ্যমের কাছে এই অর্জনটা সংবাদমূল্য পেল না... জয় হো।

Anonymous said...

অভিনন্দন শুভ ভাই

Tutul

আবদুল্লাহ আল মাহবুব said...

অনেক অনেক শুভকামনা ও অনেক অনেক অভিনন্দন শুভ ভাই

nurul amin said...

অভিনন্দন

Anonymous said...

shouvo bhai chobi dekhe khushi holam. congrats...

shorna

আলী মাহমেদ - ali mahmed said...

আমারও...। আমরা বাংলা ভাষার জন্য অতি ক্ষুদ্র একটা বিন্দু যোগ করতে পেরেছি এই আনন্দ কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। @Rabbi

আলী মাহমেদ - ali mahmed said...

ধন্যবাদ @JeweL

আলী মাহমেদ - ali mahmed said...

ধন্যবাদ@নাজমুল হক রাসেল

আলী মাহমেদ - ali mahmed said...

ধন্যবাদ, আপনিও ভাল থাকুন। @সাজ্জাদ

আলী মাহমেদ - ali mahmed said...

২০ তারিখ আমি বাংলাদেশ ছেড়েছি, ২১ তারিখে জার্মানিতে পৌঁছলাম, ২২ তারিখে মূল অনুষ্ঠান, ২৩ তারিখে আবার বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা, আজ ২৪ তারিখ দেশে ফিরলাম। শ্বাস ফেলারও সময় পাইনি।

এরিমধ্যে জার্মানিতে আমরা যখন আপনার এই মন্তব্য পড়ছিলাম তখন অন্যদের কথা জানি না, আমার কথা কেবল জানি; তখন আমার সামনের মনিটর ঝাপসা। @mursalin

আলী মাহমেদ - ali mahmed said...

পূর্নিমাতে বিখ্যাত মানুষরা মরতে চান- আমি মরতে চাই এমন একটা আনন্দের দিনে।
অন্য দেশের লোকজনরা বাংলাদেশকে চেনে রিলিফের একটা বিস্কিটের প্যাকেটের জন্য অসংখ্য হাত বাড়ানো এই ভঙ্গি দেখে, এখন না-হয় অন্য এক ভঙ্গিতে চিনল। এই আনন্দের কীসের সঙ্গে তুলনা হয়...! @মোসতাকিম রাহী

আলী মাহমেদ - ali mahmed said...

আমারও মন চায় :)@মুকুল

আলী মাহমেদ - ali mahmed said...

ডাংকে সুন- ধন্যবাদ :)@Sadiq Alam

আলী মাহমেদ - ali mahmed said...

অনেক ধন্যবাদ। @muquit

আলী মাহমেদ - ali mahmed said...

আমারও অসম্ভব ভালো লাগছে।

আজই মাত্র ফিরলাম। এখনো আমার হাতে তেমন কোন ছবি নাই। পেলে অবশ্যই যোগ করব@Bishwajit Paul

আলী মাহমেদ - ali mahmed said...

হায় মিডিয়া! মিডিয়ার সঙ্গে তেলতেলে জড়াজড়ি করে থাকতে হয় নইলে কোন অর্জনই অর্জন না...। @kazi

আলী মাহমেদ - ali mahmed said...

অনেক অনেক ধন্যবাদ @Tutul

আলী মাহমেদ - ali mahmed said...

আপনাকেও। আপনি তো আমার উপর যেভাবে ক্ষেপে গিয়েছিলেন :)@আবদুল্লাহ আল মাহবুব

আলী মাহমেদ - ali mahmed said...

অনেক ধন্যবাদ @nurul amin

আলী মাহমেদ - ali mahmed said...

:) @shorna

Duke John said...

শুভেচ্ছার অজস্রতা।

Chowdhury said...

আন্তরিক অভিনন্দন।

আলী মাহমেদ - ali mahmed said...

অজস্র ধন্যবাদ, আপনাকে@Duke John

আলী মাহমেদ - ali mahmed said...

অনেক অনেক অনেক ধন্যবাদ।@Genius24

JeweL said...

আমরা কত বড় দুর্ভাগা যে, কোনো print media তে এই news টা দেখতে পারলাম না...
we are proud for you.....

সত্যান্বেষী said...

অভিনন্দন আপনার এই পুরস্কার অর্জন বাকি বাংলা ভাষি ব্লগারদেরও লিখালিখিতে উৎসাহ যোগাবে

আলী মাহমেদ - ali mahmed said...

সমস্যটা অন্যদের না, সমস্যাটা আমার নিজের।
আমি কোন পত্রিকার সঙ্গে জড়িত না, এটা সম্ভবত একটা বড়ো ধরনের অপরাধ এবং প্রিন্ট মিডিয়ার সঙ্গে যে মাখামাখি রাখতে হয় সেই হৃদ্যতা আমার নাই, আমি প্রয়োজনও বোধ করি না।
প্রিন্ট মিডিয়াকে নিয়ে মাখোমাখো লেখাও আমি লিখতে পারি না। অতএব এদের দোষ দিয়ে লাভ নাই।
আমার নিজের দোষের জন্য অন্যদের দোষ দেয়াটা সমীচীন না। @JeweL

আলী মাহমেদ - ali mahmed said...

ধন্যবাদ অভিনন্দন জানাবার জন্য। আমি জার্মান রেডিওতে সাক্ষাৎকারেও বলেছি, আবারও বলি, আগামিতে আমি অন্য একজনকে দেখতে চাই যিনি আমার চেয়েও অনেক অনেক ভাল করে দেখাবেন। @সত্যান্বেষী

Anonymous said...

ফিউশন ফাইভের পোস্ট মনে পড়ে যাচ্ছে একজন গরিব অমবেসেটর। ঠিকাছে কারন আপনি যে ভাবে আপনে জয় জয় করলেন বাকশাল বাকশাল গন্ধ পাওয়া যায়

আলী মাহমেদ - ali mahmed said...

"ফিউশন ফাইভের পোস্ট মনে পড়ে যাচ্ছে একজন গরিব অমবেসেটর।"
হা হা হা। সত্যি বলতে কি আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই নিয়ে প্রবাসি একজনের সঙ্গে আমার ফোনেও কথা হচ্ছিল...।

ফিউশন ফাইভের পোস্ট আমারও মনে পড়ল। কিন্তু এই নিয়ে আমি কোন মন্তব্য করব না। কারণ ফিউশন ফাইভও ববসের একজন প্রতিযোগি ছিলেন বলে মন্তব্য করাটা আমি সমীচীন মনে করি না। অন্তত আমি তার পর্যায়ে নামতে চাই না।

আমি বিস্মিত হই, এতোটা সময় চলে গেল আপনারা একজন ধনী এ্যামবেসেডর খুঁজে বের করতে পারলেন না!
জার্মানিতে অনেক ভাল মানুষ যেমন আছেন তেমনি চোর-চোট্টাও। আহারে, এদের মাঝ থেকেও কাউকে ওখানে দাঁড় করানো গেল না, না?
ওখানে আমাকে নিয়ে যেতে ডয়চে ভেলে লক্ষ-লক্ষ টাকা খরচ করেছে। জার্মানি থেকে কাউকে পাওয়া গেলে এদের এই টাকাটা বেঁচে যেত। আই বেট, এই বেঁচে যাওয়া টাকার কারণে ওরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকত।

"যে ভাবে আপনে জয় জয় করলেন বাকশাল বাকশাল গন্ধ পাওয়া যায়"
আ-হা, জয় শব্দটা কি বাকশালরা প্যাটেন্ট করেছে বুঝি? হলেও আমি শুনিনি।

কোন ড্রাগ এডিক্ট দেখলে আমি তাচ্ছিল্য করি না- কারও জুতায় আবর্জনা লাগলেও, কারণ এদের সাহায্য প্রয়োজন।
কিন্তু যাদের জুতায় নিজেরই গ্রে-মেটার লেগে থাকে তাদের জন্য আমি করুণা বোধ করি কারণ এরা সাহায্যের বাইরে। আফসোস...। @Anonymous

আলী মাহমেদ - ali mahmed said...

"আমরা কত বড় দুর্ভাগা যে, কোনো print media তে এই news টা দেখতে পারলাম না..."

দৈনিক সমকালের 'প্রযুক্তি প্রতিদিন'-এ একটা রিপোর্ট আমার চোখে পড়েছে।
http://www.samakal.com.bd/details.php?news=35&action=main&menu_type=crorpathro&pub_no=317

রিপোর্টটি করেছেন হাসান জাকির। তাঁকে আন্তরিক ধন্যবাদ। @JeweL

Unknown said...

সমকাল'এর লিন্কটা মনে হয় পরিবর্তিত হয়েছে।
এই লিন্কে নিউজটা দেখা যাচ্ছে।
http://www.samakal.com.bd/details.php?news=52&view=archiev&y=2010&m=06&d=25&action=main&menu_type=&option=single&news_id=74700&pub_no=377&type=

আলী মাহমেদ - ali mahmed said...

mursalin,
ঝামেলাটা কোথায় হচ্ছে জানি না। আমার এবং আপনার দেয়া কোন লিংকই আমার এখানে কাজ করছে না।

এখন যেটা কাজ করছে, খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে:

http://74.55.50.226/~orangebd/details.php?news=52&view=archiev&y=2010&m=06&d=25&action=main&menu_type=&option=single&news_id=74700&pub_no=377&type=

Dr. Rumi said...

Ali Bhai,
I was one of those who came to know about your prize....
Sorry for belated congratulations...........
Bangla bhasa omor hok....

আলী মাহমেদ - ali mahmed said...

আপনার সঙ্গে আমিও চিৎকার করে বলি, বাংলা ভাষা অমর হোক...। @Dr. Rumi