সাবেক মেজর মো. মোহসিনুল করিম, যিনি পিলখানায় আর্মি কিলিং-এর পর সেনাপ্রধানের মুখের উপর বলেছিলেন, 'গেট আউট ফ্রম হিয়ার'!
তাঁর মেয়ে তাঁকে বলেছিল, 'বাবা, প্রতিশোধ নিতে হবে'। কিন্তু এই মানুষটা স্রোতের বিপরীতে সাঁতরাতে পারেননি! তাঁর সহযোদ্ধারা কাঁধ দেননি! মিডিয়া, প্রথম আলোর মত পত্রিকা এই মানুষটাকে জঙ্গি বানিয়ে দিয়েছিল:
ভাবা যায়, এই দুর্ধর্ষ মানুষটা রিকশা চালিয়েছেন, রেলস্টেশনে রাত কাটিয়েছেন তারপরও বাঁচতে পারেননি!
চরমোনাই পীরের মাজারে আত্মগোপনে ছিলেন। এই চরমোনাইয়ের পীরই তাঁকে ধরিয়ে দিয়েছিল! এরপর গুম, জেল...!
No comments:
Post a Comment