Search

Sunday, August 24, 2025

বেতমিজকে তমিজ না-শেখানোটাও এক অন্যায়!


'তারা সন্তান সমতুল্য, একদিন ভুল বুঝবে...' সেনাপ্রধান যে প্রসঙ্গে বলেছেন অনেক প্রসঙ্গের মধ্যে এটা সম্ভবত অন্যতম:
এই ভিডিও ক্লিপে 'নাসিরুদ্দিন পাটওয়ারি' নামের ছোকরা যেটা বলছে সেটা ভয়াবহ এক বক্তব্য! আচ্ছা, সেনাবাহিনীর ট্রেনিং-এর বিষয়ে বোঝার মত এর কী সামান্যতমও ঘিলু আছে?

আর এরা কী ভুলে গেছে সেনাবাহিনী ওদিন উদ্ধার না-করলে 'আলুর দম' হয়ে যেত!


ভাবতেও অবাক লাগে, অতি সামান্য এই বিবেকও এদের নাই যে, ঠিক ৫ই আগস্টেই যে বাচ্চাগুলো মারা গেছে তাদের রক্ত মাড়িয়ে কক্সবাজারে হাওয়া খেতে যাওয়া।
এই নাসির আবার অন্য রকম ঘিলুওয়ালা! তাই আমরা জেনে কৃতজ্ঞ হই যে দেশের ভবিষ্যৎ নিয়ে সাগরের সঙ্গে পরামর্শক্রমে নাসির গভীর চিন্তাভাবনা করছিল!

'এরা সন্তান সমতুল্য'..., সেনাপ্রধানের এই ভাবনার সঙ্গে আমি পুরোপুরিভাবে দ্বিমত পোষণ করি। সন্তান বেতমিজ হলে তাকে তমিজ শেখাতে হয়...।

No comments: