এই একটা ভিডিও ক্লিপের পর আর এক লাইন লেখাও অর্থহীন! ল্যাংটার আবার 'কীসের সমাজ, কীসের নমাজ'!
কাছেই আনসারের ক্যাম্প ছিল, কেউ এগিয়ে আসেনি! না পুলিশ, না সেনাবাহিনী! এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, কেউ নাইন-নাইন-নাইন ফোন দেয়নি! কেউ মানে, আমরা-জনগণ!
আমি কাউকে দোষ দিচ্ছি না, এমনকি হত্যাকারীও না। এমন না এই দেশে আর হত্যা হয়নি, এমন না যে পূর্বে প্রকাশ্যে রাস্তায় খুন হয়নি। কিন্তু একটা মানুষকে চরম নৃশংসতায় হত্যা করা হচ্ছে অথচ চারপাশের মানুষের মধ্যে কোন প্রকার বিকার পরিলক্ষিত হচ্ছে না! কী নির্বিকার! কী আজব একটা দেশ, কী অদ্ভুত এক আমি-আমরা!
এরপরও এই দেশের মাটি শেষ ঘুমের জন্য আমাদেরকে খানিকটা জায়গা দেয় কেমন করে, কেন...!
এই পাথরটিকে রাখতে হবে, সযতনে। আমরা যখন ভাল করে লক্ষ করব এই পাথরটাকে তখনই একেক করে খসে পড়বে গায়ের কাপড় আমাদের!
*পুলিশের এই দ্রুত উদ্যোগ এবং ভংগি দেখে ভাল লাগে। 'মহিন' নামের প্রধান পান্ডাকে আটকের দৃশ্য। এটা একটা অসাধারণ উদাহরণ হয়ে রইল:

No comments:
Post a Comment