দ্বিতীয়বার গুম হওয়ার পূর্বে তিনি অনেকটা অনুমান করতে পেরেছিলেন বলেই সতর্ক ছিলেন। কিন্তু তাঁর বন্ধুই তাঁকে ধরিয়ে দেন। শোনা যাক তাঁর মুখ থেকে:
সেনাবাহিনীটাকে যে কী করা হয়েছিল এই ভিডিও আরেকটা উদাহরণ। তাঁর বন্ধুই তাঁকে ধরে নিয়ে যান!
এরশাদ-খালেদা জিয়ার সময় যেভাবে লেখা গেছে, ক্যারিকেচার, কার্টুন আঁকা গেছে আওয়ামী শাসনামলে সেটা ছিল স্রেফ একটা স্বপ্ন বা দুঃস্বপ্ন! একদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (!) শহিদুল আলমকে নগ্ন পায়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল সেটা আবার অনেক পরে জানা গেল। কোর্টে আবার 'মাই লর্ড' বিচারক পুলিশকে জিজ্ঞেস করছেন, পুলিশ আসামীর (শহিদুল আলমের) ফোনের পাসওয়ার্ড নিয়েছে কিনা, সেদিনই লেখালেখির কফিনে পেরেক ঠোকা হয়ে গেল...!
No comments:
Post a Comment