Search

Friday, July 18, 2025

কিছুই বদলায়নি, কিছুই বদলায় না!

হাসিনা রেজিমের পতনের আর কোন বিকল্প ছিল না এ পরম সত্য। সব বাদ দিলেও যে-কাউকে, গুম করা বা ক্রসফায়ারে মেরে ফেলাটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু একেক করে সবই ফিরে আসছে।

গুমটা কেবল বাকী আছে এটাও চলে আসবে। এক উপদেষ্টাকে বোতল ছুড়ে মারার জন্য যে ছেলেটিকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ২৬ ঘন্টা তার কোন খোঁজ পাওয়া যায়নি! এটাও গুমেরই নামান্তর!


আসলে কিছুই বদলায় না। এটা গোপালগঞ্জের ঘটনা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিল। 'রমজান' নামের এই মানুষটাকে পুলিশ বীরদর্পে ধরে নিয়ে যাচ্ছে। এতে কোন সমস্যা নেই:

পুলিশ এই কাজটা প্র‍য়োজনে করতেই পারে।
 
কিন্তু এখানে খানিকটা সমস্যা আছে। ধরে নিয়ে যেতে-যেতে পুলিশ বলছে:
"এইডারে নিয়া রাখমুডা কই, নিজেরাই তো..."!
আমরা সমস্যাটা বুঝি। আপনাদের  কাছে  আগাম কোন তথ্যই নেই, গোয়েন্দারা সব যে কুহুতুর পর্বতে চলে গিয়েছিলেন। হুট করে পানিতে পড়ে গেছেন! আচ্ছা, আটকে রাখবার জন্য নিদেনপক্ষে কী একটা হাতকড়াও ছিল না? বা গরু বাধার দড়ি! আহা রে, হাতকড়া কেনার পয়সাও ছিল না বিধায়: 

এরপর... রমজান, রমজান লাশ হয়ে যায়!


এদিকে আবার গুলি গালি চলে সমান্তরালে। সরাসরি যে গুলি ছোড়া হচ্ছে, আশা করছি, এগুলো 'ল্যাথাল-উইপেন' না। এটা ময়নাতদন্তে নিশ্চয়ই জানা যাবে।

ওদিকে আবার কন্ট্রোলরুম বানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা  কঠিন পর্যবেক্ষণ করছেন। তা না-হয় বুঝলুম কিন্তু ক্রিড়া-উপদেষ্টার এখানে কী কাজ সেটা বোধগম্য হয়নি!


তটুকু জানি গোপালগঞ্জে তখন কোন খেলা চলছিল না!
আর এটা হচ্ছে, সরকারের ভাষা- '***ভেংগে দেয়া হবে'! এই *** বলতে কী বোঝানো হয়েছে এটা এক বিস্ময়, এক রহস্য!

বাহ, এটাও আরেক বিস্ময়!
ময়নাতদন্ত ছাড়াই মৃহদেহ দাফন করা হয়েছে! সাধারণ-কেউ বিষ খেলেও কাটাছেঁড়া না-করে নিস্তার নাই অথচ এরা গুলিবিদ্ধ!

২০ জুলাই:
প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জে শিশুকে গ্রেফতার প্রসঙ্গে বলছেন, 'কোন পত্রিকায় ছাপা হয়েছে'?
সাংবাদিকরা যখন বলল, 'সমকাল', তখন তিনি বললেন, 'সমকাল পত্রিকার মালিক কে, বাড়ি ওইখানে নাকি'? বড় অবোধ্য কথা!
আরেকটা কথা বললেন, 'চাকাচাকি'! এ-ও, বড় দুর্বোধ্য!

সাধারণ একটা মিলাদের প্রসংগ ধরে এক মুসুল্লি মসজিদের ভেতর ইমামকে কোপায়! আর আমির হামজা নামের এই লোকটা কোরানে বিএনপি, আওয়ামিলীগের কথা আছে উল্লেখ করে বয়ান করে! 

এইসব পাগলামি করেও গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায় আর প্রলাপ বকে:


No comments: