প্রবলমানবকে বেঁধে রাখা হয়েছে আষ্টেপৃষ্ঠে শেকলে,
ক্রমশ গলিত শব পোকার খাবারের অপেক্ষায় ।
অপরাধ জটিল, স্বপ্নগুলো কেন আকাশ ছাড়াবে
তার, কেন বাপু বৃত্তের বাইরে পা ফেলা ?
(বাবা-মার আনন্দের ফসল, নিরানন্দ অফসল আমি। আমাকে ক্ষমতা দিলে জন্মটাকে আটকে দিতাম। )
৩১ জানুয়ারি, ২০০৯
-----------------------------------
মোসতাকিম রাহী,
এ অন্যায়, ভারী অন্যায়! অন্ধকারে আপনার মায়াভরা চোখ, দেখতে দিতে এমন অনীহা- লেখাটার বিষয়ে একবারও বলেননি! গুগলের কল্যাণে আজ আপনার লেখাটা পড়লাম।
২৮.০২.০৯
জরুরি বিজ্ঞপ্তি!
-
এই ওয়েবসাইটটি এখন এখানে: https://nedobd.com/
2 comments:
শুভ ভাই, গতকাল ফোন করেছিলাম। অনেকক্ষণ রিঙ হলো, আপনি ধরলেন না! জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম; তাছাড়া অনেকদিন কথা হয় নি! কেমন আছেন আপনি?
"অনেকক্ষণ রিঙ হলো"
সরি, ফোনটা সাথে ছিল না।
হায় রাহী, আপনাদের মত অল্প কিছু মানুষের জন্য কখনও কখনও নিজেকে বাতিল পুতুল মনে হয় না!
Post a Comment