Search

Sunday, February 1, 2009

কেক-মোমবাতি-ফুল-গলিত শব, মাখামাখি-একাকার!

প্রবলমানবকে বেঁধে রাখা হয়েছে আষ্টেপৃষ্ঠে শেকলে,
ক্রমশ গলিত শব পোকার খাবারের অপেক্ষায় ।
অপরাধ জটিল, স্বপ্নগুলো কেন আকাশ ছাড়াবে
তার, কেন বাপু বৃত্তের বাইরে পা ফেলা ?

(
বাবা-মার আনন্দের ফসল, নিরানন্দ অফসল আমি। আমাকে ক্ষমতা দিলে জন্মটাকে আটকে দিতাম। )
৩১ জানুয়ারি, ২০০৯

-----------------------------------
মোসতাকিম রাহী,
এ অন্যায়, ভারী
অন্যায়! অন্ধকারে আপনার মায়াভরা চোখ, দেখতে দিতে এমন অনীহা- লেখাটার বিষয়ে একবারও বলেননি! গুগলের কল্যাণে আজ আপনার লেখাটা পড়লাম
২৮.০২.০৯

2 comments:

Anonymous said...

শুভ ভাই, গতকাল ফোন করেছিলাম। অনেকক্ষণ রিঙ হলো, আপনি ধরলেন না! জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম; তাছাড়া অনেকদিন কথা হয় নি! কেমন আছেন আপনি?

আলী মাহমেদ - ali mahmed said...

"অনেকক্ষণ রিঙ হলো"
সরি, ফোনটা সাথে ছিল না।

হায় রাহী, আপনাদের মত অল্প কিছু মানুষের জন্য কখনও কখনও নিজেকে বাতিল পুতুল মনে হয় না!