Search

Friday, September 6, 2019

বেয়াদবের বড় গলা!


বিচারকের অধিকাংশেরই আচরণ দেখে মনে হচ্ছে স্রেফ একেকটা ঘোড়ামুখো তেলাপোকা। বেয়াদবরা বেয়াদবি করে
আবার বড় গলায় বলেও! এই অনুষ্ঠানের 'দোমড়া-হোমড়া' ইবনে হাসান খান প্রথম আলোকে বলেন, "আমরা লক্ষ করলাম, এ ধরনের পরিকল্পনার অনুষ্ঠান দেখতে এখনই বাংলাদেশের দর্শক প্রস্তত হননি...আমরা একটু বেশি আগাম ভেবে ফেলেছি..."।

ওহে, ইবনে হাসান আমরাও বিনয়ের সঙ্গে লক্ষ করলাম নষ্ট বেয়াদব তিনবার বেয়াদবি করে। প্রথমবার তো বেয়াদবি করে। দ্বিতীয়বার সেই বেয়াদবিকে ইনিয়ে-বিনিয়ে জাস্টিফাই করার চেষ্টা করে। তৃতীয়বার অন্য সবাইকে বেয়াদব বলে।
ওরে, বেয়াদবির আবার এইকাল-সেইকাল কী রে। যে একালে মরদুদ সে সেকালেও মরদুদ!
ফাহমী নামের ছোকরাটা তো আগেও বেয়াদব ছিল এখনও তাই আছে! আফসোস...!




No comments: