Saturday, April 20, 2013

হাসনাত আবদুল হাই-এর ল্যাঞ্জা

এটা তো আমরা বিলক্ষণ জানি, লুৎফর রহমান রিটন একজন প্রথিতযশা ছড়াকার। কিন্তু এটা তো আর আমরা সবাই জানি না, গদ্যে তাঁর যে কী এক অসাধারণ হাত! [১] আজ অবশ্য তিনি আর গদ্য লিখেননি। আজকের অতিথি লেখক, লুৎফর রহমান রিটন:

"চেনো নাকি হাসনাত আবদুল হাইরে?
তার মতো চুতিয়া এ দুনিয়ায় নাইরে।
সাবেক আমলা এই ব্যাটা দেখি মদনা
তার হাতে শোভা পায় হেফাজতি বদনা!
বিনা ঢিলা কুলুখেই করে এস্তেঞ্জা
রিয়্যেলি আ টাফ থিং হাইড এনি ল্যাঞ্জা...

দেশে দেখি বেড়ে গেছে ছাগলের চাষটা
কাহাদের জন্ম এ ধেড়ে বদমাশটা?
সারাটা জীবন খেয়ে সর আর মুড়োটা
কী গল্প লিখিয়াছে পারভার্ট বুড়োটা!
নোংরা কাণ্ডে সবে শুধু ছিছি ছি করে
প্রথম আলোতে এটা ছাপা হলো কী করে?

‘জানিবার সাধ হলে হাত দাও শিকড়ে’..."
 

সহায়ক সূত্র:
১.  তন্তুপাড়ার জন্তুগুলোর জন্যে মাতমের একটি মুসাবিদা: http://www.ali-mahmed.com/2012/11/blog-post_27.html