আক্তার হোসেন নামের এই লোক বয়স্ক এই ভদ্রমহিলার বাড়ানো হাতটা ধরেননি! বিরাট মাওলানা যে...!
আক্তার হোসেন নামের এই লোক বয়স্ক এই ভদ্রমহিলার বাড়ানো হাতটা ধরেননি! বিরাট মাওলানা যে...!
লেখক: Raju Norul (https://www.facebook.com/share/1GZkkQ93GD/ )
বিবিসির এক রিপোর্ট বলছে, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা প্রায় ১৪০টা বইয়ের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়াও, আরও ৬৮০টা বইকে 'সমস্যাজনক' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলো 'শরিয়া নীতি বা তালিবান নীতি'-এর সঙ্গে সাংঘর্ষিক মনে করা হয়েছে।
আমাদের এই হুজুর মহোদয় বড় কষ্টে আছেন! কারণ ভিরু মুসলমান আজ আর অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করতে পারছে না, ফলে বেচারারা যুদ্ধবন্দী হিসাবে দাসীও পাচ্ছে না! আফসোস!