Search

Friday, July 11, 2025

শাসন, অনুশাসন।


এই ভিডিও ক্লিপে আমরা যে মেয়েটির বক্তব্য শুনছি সে তার বাবা-মার বিরুদ্ধে মামলা করেছে। জন্মের পর থেকেই নাকি তার বাবা-মা তাকে মানুষ হিসাবে মনে করেননি, নিজেদের সম্পত্তি ভাবতেন। সোজা কথা, কুকুর-বেড়াল টাইপ মনে করেতেন।
পরে আমরা জানতে পারি, মেয়েটা ২ বছর হাসপাতালে ছিল। আর সেটা যে মানসিক হাসপাতাল তা সহজেই অনুমেয়...!
এর বাবা-মা'র বক্তব্য সামনে আসেনি কিন্তু মেয়েটা যেভাবে ইংরেজিতে খই ফোটাচ্ছে এতে মনে হচ্ছে তারা ভাল শিক্ষা প্রতিষ্ঠানে পড়িয়েছেন! অনেকে কুতর্ক করবেন, বাবা-মা তাদের সামাজিক মর্যাদার জন্য পড়িয়েছেন আমি সেই তর্কে জড়ালাম না।
অনেকে বলছেন, উন্নত দেশগুলোর মত আমাদের দেশেও সন্তান নাবালক হলে 'হিজ-হিজ, হুজ-হুজ'!
'সো কলড  উন্নত দেশগুলো' কেমন উন্নত তার নমুনা আমরা বিলক্ষণ দেখতে পাই। সে ভিন্ন আলাপ...! 
তাছাড়া উন্নত দেশগুলোয় যে সুবিধাগুলো গড়ে উঠেছে আমাদের দেশ তার থেকে যোজন-যোজন দূরে!

আর আমরা? বেকুব হয়েই বড় হয়েছি। আমাদের বেকুবগিরির সীমা-পরিসীমা নাই। এখনও আমরা গুরুজন দেখলে হাতের সিগারেট লুকিয়ে ফেলি। 'হুদাহুদি'! এটা আমাদের রক্তে মিশে আছে।

আমার বাবার কাছে বিভিন্ন লোকজন কাজে-অকাজে আসতেন। একবার একজন আসলেন। বাবা ঘুমে ছিলেন বলে আমি তাকে পরে আসতে বলি। বাবা ঘুম থেকে উঠলে তাঁকে জানালে তিনি জানতে চাইলেন, 'কিছু খাইতে দিসিলি'?
আমি 'না' বলার সংগে-সংগে পায়ের স্যান্ডেল আমার দিকে ছুড়ে মেরেছিলেন। বাবার চালু করা, আমাদের বাসার রেওয়াজ ছিল কেউ আসলে তাঁকে কিছু-না-কিছু খাবার দিতে হবে। বাসায় কিছু না-থাকলে দুইটা বিস্কিট এক গ্লাস পানি।
বাবার ছোড়া স্পঞ্জের স্যান্ডেল গায়ে লাগেনি কিন্তু এই শিক্ষাটা এখনও মাথায় আটকে গেছে। এখনও যে-কেউ, কোন পরিচ্ছন্ন কর্মীকেও ৫ টাকার কেকের সাথে এক গ্লাস পানি দিতে না-পারলে বড় অস্থির লাগে!

আর মা একবার চটি ছুড়ে মেরেছিলেন খাবার নষ্ট করেছিলাম বলে এবং পায়ের নীচে ভাত চাপা পড়ার কারণে। এইবারও আল্লাহ  বাঁচিয়ে ছিলেন যে চটি গায়ে লাগেনি! বাবা এবং তাঁর স্ত্রীর হাতের নিশানা ভয়াবহ রকম বাজে ছিল :)
এরপর থেকে আজ পর্যন্ত কখনও খাবার নষ্ট করিনি- অন্তত চেষ্টাটা করেছি।
আহারে, এই মেয়েটার কথা শুনে বুকটা ভরে যায়! কী অবলীলায়ই না বলছে! আসলে পারিবারিক শাসন শিক্ষা থাকবেই, ভ্যালুজ ব্যতীত কোন ভ্যালু নাই...। 

কাহলিল জিবরানের সবই অসাধারণ কিন্তু এটা মানতে পারলুম না। সরি, জিবরান :(
He said: Your children are not your children. They are the sons and daughters of life's longing for itself.
They come through you but not from you.
...You may give them your love but not your thoughts,
...You may house their bodies but not their souls,
-The Prophet, Khalil Gibran

ভাগ্যিস, এই ভদ্রলোক বেঁচে নেই নইলে ছল করে ছাদে নিয়ে যেতাম বৃষ্টি দেখাব বলে, এরপর ছাদ থেকে ফেলে দিতাম :)।   

মানুষ গরু না যে, ৫ হাজার বছর ধরে চিন্তিত ভংগিতে কেবল ঘাস চিবিয়েই যাবে! আর আমরাও পটের গাছ না, নারকেলগাছ! আমাদের শেকড় অনেক দূর ছড়ানো। বেকুব আমরা, বাপ-দাদার  ঘুণেধরা হাড় বুকে জাপটে ধরে রাখি। অর্থহীন জেনেও...!
আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের অর্জিত জ্ঞান রেখে যাব- সেই রেখে যাওয়ার শুরুটা হয় সন্তানকে দিয়ে...।

No comments: