Search

Thursday, July 10, 2025

একটি অডিও ক্লিপের আত্মকাহিনী!

লেখক: Muquit Mohammad

বিবিসির এই অডিও ক্লিপ সম্পর্কে দেখলাম সজীব জয় দাবী করেছে:
যে ওটা ২০১৬ সালের হোলি আর্টিজান হত্যাকান্ডের সময়কার শেখ হাসিনার একটি কথোপকথন। আওয়ামী ছানাপোনারাও দেখা যাচ্ছে মহাউৎসাহে সেটা বিশ্বাস করে যাচ্ছে।

নিচে অডিও ক্লিপটির সব কথা টেক্সটে দেয়া আছে। টেক্সটুকু বিশ্লেষণ করে বুঝতে পারলাম, 'তথ্যবাবা' সজীব জয় হোলি আর্টিজান হত্যাকান্ড নিয়ে বেশ কিছু নতুন তথ্য পরিবেশন করেছেন 😀 

যেমন:

১. হোলি আর্টিজান রেস্টুরেন্ট শুধু গুলশানে না, মোহাম্মদপুরেও একটা ছিল, যেজন্য, সন্ত্রাসীদের একটা দল মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল।

২. হোলি আর্টিজান সন্ত্রাসীরা আসলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছিল। যেজন্য অডিও ক্লিপের আংকেল ছবি দেখে-দেখে পাকড়াও করতে বলছেন।

৩. হোলি আর্টিজান সন্ত্রাসীরা শুধু রেস্টুরেন্ট থেকে বেরই হয়নি, সারা ঢাকা শহরের নানান জায়গায় ছড়িয়ে গিয়েছিল। যেজন্য অডিও ক্লিপে হাসিনা বলছিল, 'যেখান থেকে যে কয়টা পারো, ধইরা ফেল'।

৪. হোলি আর্টিজান সন্ত্রাসীরা শুধু পালায়নি, নিজেদের মধ্যে গ্যাদারিংও করছিল। যেজন্য অডিও ক্লিপে হাসিনা বলছিল, 'আর যেখানেই গ্যাদারিং, সেখানেই উপর থেকে ...'!

৫. হোলি আর্টিজান অভিযানে হেলিকপ্টার নামানো হয়েছিল, যাতে স্নাইপার হেলিকপ্টার থেকে গুলি করে রেস্টুরেন্টের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সন্ত্রাসীগুলোকে মারতে পারে (বাপরে বাপ,কী প্ল্যান!)

৬. এতদিন বলা হতো হোলি আর্টিজান রেস্কিউ অভিযান চালিয়েছিল আর্মির বিশেষ টিম। কিন্তু এখন হাসিনার কথা থেকে জানা গেল RAB আর ডিজিএফআইও নামানো হয়েছিল। (দিনরাত নানান কুটচালে ব্যস্ত ডিজিএফআইয়ের ভুঁড়িওয়ালা অফিসারগুলা বন্দুকহাতে হলি আর্টিজানে ঘুরে বেড়াচ্ছে- দৃশ্যটা কল্পনা করেও গা শিউরে উঠছে)

কত ‌অজানারে! জয় বাবা তথ্যনাথ!


*টিকা: অডিও ক্লিপের পূর্ণ শ্রুতিলিপি: 

ফোনের অন্যপাশে: ইয়ে, মানে, ছবি দেখে পাকড়াও করা যায়না রাতের মধ্যে?

হাসিনা: সবগুলোকে এ্যারেস্ট করতে বলছি রাত্রে।

ফোনের অন্যপাশে: হ্যাঁ, পাকড়াও, পাকড়াও করলে ওদেরকে …

হাসিনা: না, ওটা বলা হয়ে গেছে, ওটা নিয়ে RAB, ডিজিএফআই, সবাইকে বলা হইছে, যেখান থেকে যে কয়টা পারো, ধইরা ফেল।

ফোনের অন্যপাশে: জ্বী!

হাসিনা: এটা বলা আছে। আর যেখানেই গ্যাদারিং, সেখানেই উপর থেকে, এখন উপর থেকে করাচ্ছি (সম্ভবত হেলিকপ্টার, স্নাইপার, এসব বুঝিয়েছে)। অলরেডি শুরু হয়ে গেছে, কয়েকটা জায়গায়… কমে, সরে গেছে।

ফোনের অন্যপাশে: জ্বী-জ্বী। মোহাম্মদপুর, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা…।

হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

ফোনের অন্যপাশে: হুম

হাসিনা: তাইলে ওখানে পাঠায় দিক! ড়াব-রে।

ফোনের অন্যপাশে: জ্বী, আপনার নির্দেশনা লাগবে…ওইগুলি… কোনো…।

হাসিনা: না, আমার নির্দেশনা দেয়া আছে। একদম ওপেন নির্দেশনা দেয়া আছে। (একটু থেমে)

এখন 'লেথাল উইপন' ব্যাবহার করবে। যেটারে পাবে, সেটারে গুলি করবে। আর হেলিকপ্টারও, মানে ফায়ার...! (বাকী অংশ পরিস্কার শোনা যায়নি)


শেখ হাসিনা যে এমনটা বলে থাকবেন এর জন্য 'ইয়ারশট'-র বিশেষজ্ঞ লাগে না এই ভিডিও ক্লিপটিই যথেষ্ট:

-লেখক: Muquit Mohammadhttps://www.facebook.com/share/16s9Hu4Af3/

No comments: