Search

Sunday, June 29, 2025

এক অন্য রকম লড়াই!

লেখক: Ahmed Noor

(https://www.facebook.com/share/15jxDnKNtW/ ) [ ফেসবুক থেকে লেখকের অনুমতিক্রমে প্রকাশিত] 

" 'দৈনিক কালের কণ্ঠ’র প্রতিষ্ঠালগ্ন থেকে সাড়ে ১২ বছর সিলেট ব্যুরো প্রধান ছিলাম।

নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিতে কখনও কার্পণ‍্য  করিনি। সিলেট বসে যুক্তরাজ্যের দু দুটো নির্বাচন কভার করেছি। যখন অন্য পত্রিকাগুলো যুক্তরাজ্যে প্রতিনিধি পাঠিয়েছে।

সিলেটের আতিয়া মহলে ‘জঙ্গী বিরোধী’ অভিযানে টানা ৪৬ ঘন্টা ঘটনাস্থলে থেকে রিপোর্ট করা, অল্পের জন্য বোমা বিষ্ফোরণ থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া। 
কিংবা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ শিলংয়ে আটকের পর দেশের কোনো সাংবাদিক হিসেবে প্রথম শিলংয়ে গিয়ে রিপোর্ট করা সবই ছিল কালের কণ্ঠকে ‘OWN’ করেছিলাম বলে। 

২০২১ সালের শেষার্ধে কালের কণ্ঠের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর নিজের পাওনা টাকা পরিশোধের জন্য অসংখ্য পত্র চালাচালির পর ২০২৪ সালে ১০টি চেক দেওয়া হয়েছিল (যদিও প্রাপ্য পুরো অর্থ নয়)। কিন্তু দুটো বাদে সবগুলো চেক ডিজঅনার হয়।

জীবনে অন্যায়ের সঙ্গে কখনও আপস করিনি।


বাধ‍্য হয়ে মামলা করতে হলো। নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা যে কত কষ্টের, গ্লানির সেটা সেদিন বুঝেছি। 

আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো মালিক এবং আমারই একসময়ের সহকর্মী-সম্পাদকদের বিরুদ্ধে। তারপর প্রতিষ্ঠানের বোধোদয় হলো। ৪৮ ঘণ্টার মধ‍্যে সিলেটে এসে বিষয়টির সুরাহা করেন।

কজন সংবাদকর্মী হিসেবে এমনটি কখনও চাইনি। এই অধ্যায়ের সূচনা না হলেই মিডিয়া জগতের জন্য ভালো হতো। তারপরও মামলার ঘটনা বেশিদূর গড়ানোর আগে তারা সমাধানে উদ্যোগী হওয়ায় ধন্যবাদ জানাতে  হয়।

বিষয়টি স্বস্তির। তবে তা আরো স্বস্তিদায়ক হয় যদি আমার একসময়ের অন্য কলিগ যারা এখনও তাদের হিসাব বুঝে পাননি তাদের লেনদেনা যদি কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে চুকিয়ে দেন। সেই প্রত্যাশায় রইলাম।"

-লেখক: Ahmed Noor

No comments: