শেষ অবধি শেখ হাসিনাকে এটিমের আলোচনায় আলোচনা করতে হলো? ভাল-ভাল!
আশা করছি, আলোচনা ফলপ্রসূ হয়েছে।
এদিকে ফজলুর রহমানের সংগে আলোচনায় একজন 'মুক্তিযুদ্ধ গবেষক'-কে আমরা দেখছি। 'চটি পিয়াল' নামে তিনি বিস্তর 'সুনাম' অর্জন করেছিলেন। এখন অবশ্য আমরা এখানে তাকে 'মাতাল পিয়াল' হিসাবেই দেখতে পাচ্ছি! তবুও মন্দের ভাল...!
হুমায়ূন আজাদ একবার শামসুর রাহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, 'তিনি জানেন না কার সঙ্গে টিভিতে যেতে হয় আর কার সাথে শয্যায়'। বলার কারণটা ছিল, এক টিভি শো-তে শামসুর রাহমানের সঙ্গে এক নায়িকাও ছিলেন।
আজ হুমায়ূন আজাদ বেঁচে থাকলে ফজলুর রহমানকে একই কথা বলতেন। অবশ্য ফজলুর রহমান শো থেকে পালিয়ে বেঁচেছেন।
যারা প্রাগৈতিহাসিক ব্লগার তারা (২০০৫-২০০৬-২০০৭...) বিলক্ষণ জানেন সেই সোনালী সময়টাকে শুয়োরের খোঁয়াড় বানিয়েছিল যে অল্প কিছু মানুষ তাদের মধ্যে ডাক্তার আইজুদ্দিন নামের নিক অন্যতম। শুয়োর যেমন নিমিষেই বাগান তছনছ করে ফেলে অবিকল আইজু গং এটাই করেছিল।
মানিক বন্দোপাধ্যায়ের একটা অসাধারণ উক্তি আছে, 'ছোটলোকের মধ্যে ছোটলোক'। এখান থেকে ধার করে বলা যায়, ডাক্তার আইজুউদ্দিন হচ্ছে, ইতরের মধ্যে ইতর!
ছোট করে বললে তার মত ইতর হওয়ার চেষ্টা করাটাও একটা অসম্ভব সাধনা!
No comments:
Post a Comment