তাঁর কেবলই ঘুম পায়!
এই শিশুও হামাস!
এই শিশুটির চোখে চোখ রাখার সাহস আছে কার!
ছোট্ট কাঁধে এই ভার সইবে কেমন করে!
বাপের জুতা বুকে জড়িয়ে ধরে থাকা এই শিশুও, হামাস!
আপ্রাণ সাইকেল চালাচ্ছে, পায়ের উত্তাপে কোন-এক বিচিত্র কারণে যদি মৃত বাবার শরীরে প্রাণের সঞ্চার হয়!
ধর্মীয় শিক্ষক কাঁদেন। হয়তো এটাই তার শেষ কান্না!
এই পোপ মরে গিয়ে বেঁচে গেছেন কারণ তাঁকে আর অনাচার দেখতে হয়নি! ইচ্ছার বিরুদ্ধে দেখাটাও এক অন্য রকম কষ্ট!
অভুক্ত থেকে এক সংগে খেতে বসা। এটাই হয়তো শেষ খাওয়া!
সমস্ত আলাপ ভেসে যায় আবর্জনায়! এই সমস্ত অর্থহীন আলাপ কে শোনে!
বেচারা বয়স্ক মানুষটাও কাঁদেন শিশুদের মত করে!
ইসরাইল এদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে, এই শিশুরাও মৃত্যু কামনা করে!
কী নৃশংসতা! রিলিফে খাবার নিতে গেছে সেখানেও খাবারের বদলে মৃত্যু!
কী-এক অসম যুদ্ধ! মারণাস্ত্রের বিরুদ্ধে গুলতি!
আহারে, এক পেট আগুন!
অতি সামান্য রিলিফে খাবার পেয়েছে অথচ মনে হচ্ছে হাতে বিশ্বকাপ!
এদের বাচ্চাদের চোখে দ্রোহের আগুন!
এই বাচ্চাটার কী দৃঢ় বিশ্বাস! মুখ থাকে উগরে দিচ্ছে, একেকটা আগুনের গোলা!
অথচ কী অবলীলায় ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার সদর্পে বলেছিলেন, আমি একজন ফিলিস্তানি!
No comments:
Post a Comment