লেখক: Onu Tareq (তারেক অণু)
অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের বাবর আলী! ভ্রমণে মূল ঝামেলা থেকেই বাঁচিয়ে দিয়েছে বাবর আলী। আমার কাছে সাধারণত অপরিচিত লোকজনেরা প্রথমেই জানতে চান ঘোরাঘুরির টাকা ম্যানেজ করা যায় কী করে? আমি চট করে হাতের কাছে থাকা বাবর আলীর উদাহরণটা দিয়ে দিই!
অনেকে বলে থাকেন, 'টাকা জমাতে পারছি না বলে দেশ ঘুরতে বের হতে পারছি না'।
ইয়ে,আপনার পকেটে কি পাঁচ হাজার টাকা আছে? কিংবা পাঁচ হাজার টাকা কি আগামী কয়েক মাসে জমানো সম্ভব?এইবার বাবর আলীর প্রসঙ্গে আসা যাক। পেশার ডাক্তার, নেশায় ভ্রমণপিপাসু পাহাড়ি বাবর আলী ২০১৯ সালে টানা ৬৪ দিন হেঁটে বাংলাদেশের ৬৪টি জেলাতেই ভ্রমণ করতে সক্ষম হয়েছেন। এই পুরো ৬৪ দিনে উনার খরচ হয়েছে ৪৯১০ টাকা।
কিন্তু কিভাবে? আপনি আজকের রাস্তায় নামলেই কি ৬৪ দিনে ৪৯১০ টাকায় সারা বাংলাদেশ ঘুরে আসতে পারবেন?
ইয়ে,আপনার পকেটে কি পাঁচ হাজার টাকা আছে? কিংবা পাঁচ হাজার টাকা কি আগামী কয়েক মাসে জমানো সম্ভব?এইবার বাবর আলীর প্রসঙ্গে আসা যাক। পেশার ডাক্তার, নেশায় ভ্রমণপিপাসু পাহাড়ি বাবর আলী ২০১৯ সালে টানা ৬৪ দিন হেঁটে বাংলাদেশের ৬৪টি জেলাতেই ভ্রমণ করতে সক্ষম হয়েছেন। এই পুরো ৬৪ দিনে উনার খরচ হয়েছে ৪৯১০ টাকা।
কিন্তু কিভাবে? আপনি আজকের রাস্তায় নামলেই কি ৬৪ দিনে ৪৯১০ টাকায় সারা বাংলাদেশ ঘুরে আসতে পারবেন?
এই
প্রসঙ্গে এই অসাধারণ ভ্রমণের রোজনামচা থেকে প্রকাশিত বই 'পায়ে পায়ে ৬৪
জেলা'-তে বাবর আলী ভাই প্রথমেই বলেছেন বেশিরভাগ দিনই তিনি থেকেছেন
বন্ধু, আত্মীয় ও পরিচিতজনদের বাড়িতে। এই কারণে তার থাকা বাবদ একটা টাকাও
খরচ হয়নি। যে অল্প কয়েকদিন ডাকবাংলো বা হোটেলে থেকেছেন সেক্ষেত্র টাকা
খরচ করতে হয়নি কারণ হোটেল মালিকেরা ওঁর পরিচিত বা বন্ধু ছিলেন।
কখনও থেকেছেন ডুপ্লেক্স বাড়িতে আবার থেকেছেন মাটির বাড়িতে, সব ক্ষেত্রেই
নিজেকে মানিয়ে নিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই রাতের খাবার কিংবা সকালের
নাস্তা সেরেছেন পরিচিতজনদের বাড়িতেই, অনেক সময় চলতি পথে দুপুরের খাবারও।
যে কারণে চলতি পথে তার ব্যয় অনেকটা কমে গিয়েছিল।
কিন্তু এই যে
বাবর আলীর সারা দেশব্যাপী একটা বন্ধুত্বের নেটওয়ার্ক বা পরিচিতি এটা কিন্তু একদিনে
গড়ে ওঠেনি। আবার প্রায় দিনই তিনি ৪০ থেকে ৫০ কিলোমিটার পায়ে হেঁটেছেন,
এই শারীরিক সামর্থ্যও চট করে গড়ে ওঠেনি। আবার একা-একা এই বিশাল পথ যথেষ্ট
উপভোগ করে পাড়ি দেবার জন্য যে মানসিক সামর্থ্য, সেটাও চট করে একদিনে গড়ে
ওঠেনি।
এই যে তিনি টানা ৬৪ দিন পথে ছিলেন, সে বছরের জুন মাসে চাকরি
ছাড়ার পরপরই পরিকল্পনা করেছিলেন এই সময়টুকু পথে থাকার জন্য। এই ৬৪ দিন সময়টা জীবন
থেকে জোগাড় করতে হলে আপনাকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতেই হবে।
ভ্রমণ পথের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, অনেক সময় সারা জীবন ধরেই প্রস্তুত করতে হয়।
ভ্রমণ পথের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়, অনেক সময় সারা জীবন ধরেই প্রস্তুত করতে হয়।
ভ্রমণপিপাসু
বন্ধুদেরকে এটাই বলার, প্রথমেই অতি দূর দেশের বদলে নিজের আশেপাশের
এলাকাটুকু ভ্রমণ করতে-করতে আমরা নিজেদেরকে প্রস্তুত করি পথে নামার জন্য।
প্রথমবার পথে নামাটাই সবচেয়ে কঠিন, একবার নিজেকে কিছুটা প্রস্তুত করে পথে
নামলে, বাকিটা দেখবেন আপনা থেকেই হয়ে যাবে।
আর সেই সাথে বাবর আলীর পৃথিবীর
সবচেয়ে উচ্চতম পর্বতের মধ্যে এভারেস্ট পর্বতের ভয়াবহ ঝুঁকিপূর্ণগুলোর একটা অন্নপূর্ণা
সফলভাবে আরোহণের করেন!
আজ 'এভারেস্ট ডে'তে বাবরের আলীর সঙ্গে দেখা।
Thanks Babar Ali for becoming what you are & you made us proud."
-লেখক: Onu Tareq (তারেক অণু)
No comments:
Post a Comment