লেখক, Ahmad Jamshed Kamal
![]() |
ছবি ঋণ: Biography.com |
হুডিনির একটিই কন্ডিশন ছিল, তাঁকে তাঁর নিজের অভ্যস্ত জামা কাপর পরে ঢুকতে দিতে হবে।
অবশেষে দিনটি এলো, জেলের চারপাশে অসংখ্য দর্শকের ভীড়। হুডিনি তাঁর স্বভাবজাত কনফিডেন্স নিয়ে জেলে ঢুকলেন, জেলর তাঁকে নিয়ে সেলের কাছে গেলেন, হুডিনি সেলে ঢোকার পর জেলর প্রচন্ড ভারী দরজাটি টেনে বন্ধ করে দিলেন। সময় এক ঘণ্টা, দর্শকরা তুমুল উত্তেজিত। হুডিনি তাঁর শার্ট খুললেন, প্যান্ট-এর বেল্ট খুলে বের করলেন দশ ইঞ্চি লম্বা প্রচন্ড শক্ত আর ফ্লেক্সিবল ষ্টীলের তার। অনমনীয় কনফিডেন্স আর ব্যঙ্গাত্মক হাসি মুখে শুরু করলেন সেলের তালা ভাঙ্গার চেষ্টা। ১ ঘণ্টার ভেতর তখন ৩০ মিনিট পার হয়েছে, হুডিনির অভিব্যক্তিতে তখন আর কনফিডেন্সের ছিটেফোঁটা নেই। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১ ঘণ্টার মাথায় তাঁর সারা শরীর ঘেমে ভিজে গেছে। তিনি চেষ্টা বন্ধ করেননি! ঠিক ২ ঘণ্টার মাথায় হুডিনি পরাজিত, বিধ্বস্ত। ব্যর্থতার ভারে ভয়ানক বিপর্যস্ত, নুইয়ে পরে সেলের দেয়ালে পিঠ রেখে ক্লান্তিতে যখন হেলে পরলেন, সেলের ভারী দরজাটি খুলে গেল।
খুলে গেল কারণ দরজাটি কখনোই বন্ধ ছিল না।
বিষয়টি খুব ট্রিকি, আসলে সেলের দরজাটির তালা মোটেও বন্ধ ছিল না। কিন্তু হুডিনির মাথায় ছিল ভারী লোহার বন্ধ সেল আর অসম্ভব জটিল একটি তালা, যা কিনা দেশের সেরা তালা মিস্ত্রির বানানো। খুব সাধারণ এক জেলরের সামান্য একটি 'মাইন্ড ট্রিক'-এর কাছে হেরে গেলেন দ্যা হ্যারি হুডিনি।
'মন' ভীষণ রকম পাওয়ার-ফুল। আপনার মনে ঠিক কতটি বন্ধ দরজা আছে যা আসলে খোলা? ঠিক কতবার আপনি আটকে গিয়েছেন আপনার মনের জেলখানায়, শুধুমাত্র 'ওভার থিংকিং'-এর কারণে? আগে থেকে ঠিক করে রাখা 'মাইন্ড-সেটের' কারণে? যা কিনা খুব সহজেই অতিক্রম করা যেত, যায়?
একটি প্রাচীন কথা আছে, 'যদি মনের ভেতর লুকিয়ে থাকা শত্রুকে আপনি হারাতে পারেন, বাইরের কোন শত্রু আপনাকে ঘায়েল করতে পারবে না'। আপনার ভয়ানক পাওয়ার-ফুল মন আপনাকে বারবার বলবে 'আপনি এই কাজের জন্যে প্রস্তুত নন', 'আপনি দুর্বল, কাজটি শক্ত মানুষের জন্যে', 'চেষ্টা কইরেন না, হেরে যাবেন'? অনেক অনেক বার। মন আপনাকে অনেক 'মিথ্যে ভয়' দেখাবে, দুর্বল করবে। বের হতে চান? আপনার 'মন'-কে তাঁর মতামতের জন্যে ধন্যবাদ জানিয়ে মনের বলে দেয়া আপাত বন্ধ দরজাগুলো খুলে এগিয়ে যান। আপনাকে রোখার সাধ্য কারো নেই। কারণ হুডিনি আপনাকে দেখিয়ে দিয়েছেন, সত্যিকার বন্ধ দরজা গুলো আসলে আপনার মনের জেলখানায় বাস করে।"
1 comment:
এই বিষয়ে জানা ছিল না
Post a Comment