Search

Saturday, November 16, 2019

টিয়ার্স ইন হেভেন, (মামা)!

লেখক: sawkat ali 
"'টিয়ার্স ইন হেভেন', এরিক ক্ল্যাপটন-এর বিখ্যাত গানগুলোর একটি। এটাকে বিশ্বের সেরা ১০০ গানের একটি হিসেবে ধরা হয়। এই গানের এ্যালবাম বিক্রি হয়েছিল কয়েক মিলিয়ন কপি । ক্ল্যাপটন ৪ বছরের ছেলে কনোর মারা যায় নিউইয়র্কের ৫৪ তলা এক হাইরাইজ ব্লিল্ডিং-এর জানালা থেকে পড়ে। সেখানে সে গিয়েছিল তার মার সাথে বেড়াতে। তাকে নিয়েই মূলত ক্ল্যাপটনের এই হৃদয়স্পর্শী গান।
এই গানে ক্ল্যাপটন বিশ্বাস করেন তার ছেলে স্বর্গে আছে সেখানে বাবা ছেলে একদিন দেখা হবে। ক্ল্যাপটনের ছেলে আজ বেঁচে থাকলে এই গানের কথাগুলি কি আমাদের এমন করে স্পর্শ করত? এরিক ক্ল্যাপটনও কি সেই আবেগ দিয়ে গানটি গাইতে পারতেন?
প্রিয়জনের মৃত্যু কিছু সময়ের জন্য হলেও আমাদের স্বাভাবিক জগতটাকে এলোমেলো করে দিয়ে যায়। যা ওই মানুষটা বেঁচে থাকতে হয়ত আমরা সে ভাবে অনুভব করি না। কেউ মারা গেলে পার্শ্ববর্তী গির্জার ঘন্টা বেজে উঠে। যেন আমাদের বলতে থাকে এবার তোর পালারে, পাগল।

এরিক ক্ল্যাপটন আস্তিক না নাস্তিক আমার জানা নাই। কিন্তু তাঁর গানের কথা আমাকে স্পর্শ করে। যে প্রিয় মানুষরা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের সঙ্গে কি এক সময় আবার আমাদের দেখা হবে?
হয়ত-বা। আমার জানা নাই।"

Tears In Heaven
Lyrics: Eric Clapton 
Would you know my name
If I saw you in heaven?
Would it be the same
If I saw you in heaven?
I must be strong
And carry on
Cause I know I don't
belong Here in heaven
Would you hold my hand
If I saw you in heaven?
Would you help me stand
If I saw you in heaven?
I'll find my way
Through night and day
'Cause I know I just can't stay
Here in heaven
Time can bring you down
Time can bend your knees
Time can break your heart
Have you begging please,
begging please
Beyond the door
There's peace I'm sure
And I know there'll be no more
Tears in heaven





No comments: