Search

Saturday, August 10, 2013

টবের গাছ-নারকেল গাছ!

ঈদ নিয়ে বড়-বড় মানুষদের চমৎকার-চমৎকার অজস্র সব কথা আছে। আমি মোটা চিন্তার মানুষ, এই সব কঠিন-জটিল কথা বুঝি কম। আমি মোটা দাগে যেটা বুঝি, ঈদ বা অন্য পার্বনগুলো আমাদের একটা অহেতুক ভুল ধারণা ভেঙ্গে দেয়!

দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরে এই ভ্রান্ত ধারণা থাকি, আমরা একটা টবের গাছ! কিন্তু এই পার্বনগুলো সেই সুদূর শেকড়ের কথা মনে করিয়ে দেয়- যে শেকড়ের কথা আমরা সুদীর্ঘ কাল বিস্মৃত হয়ে ছিলাম। সেই শেকড় ধরে-ধরে আমরা ঠিক ঠিক আমাদের মূলের কাছে ফিরে যাই- তখন হতভম্ব হয়ে দেখি, ওয়াল্লা, আমরা দেখি নারকেল গাছ!

এই শেকড়ের কাছে ফেরার জন্য আমরা আরেকবার আকুল চেষ্টা করি কিন্তু তখন সেই বোধ আর আমাদের মধ্যে কাজ করে না! কারণ তখন আর আমাদের কোনো নাম থাকে না। সবাই তখন বলে, এই লাশ উঠাও, লাশ নামাও...।

No comments: