Search

Tuesday, July 13, 2010

কুইজ প্রতিযোগিতা

পত্রিকাওয়ালা বিভিন্ন কুইজের আয়োজন করে থাকে। আমাদের যেহেতু ছাপার অক্ষরের প্রতি অগাধ বিশ্বাস তাই তারা যা বলেন আমরা চোখ বুজে বিশ্বাস করি, অনুকরণ করি। পত্রিকার দেখাদেখি একটা কুইজের আয়োজন করলে খুব একটা দোষের হবে বলে মনে হয় না।
একটা পত্রিকার থাকে বেসুমার টাকা। তারপরও এরা কোন কুইজ প্রতিযোগিতায় ১০০ টাকার পুরস্কার ঘোষণা করে। মন ভালো থাকলে ২০০ টাকা।

এঁদের তুলনায় আমি কিছুই না। আমি খুশি হতাম কুইজের পুরস্কার হিসাবে দুইটা বাদাম দিতে পারলে। কিন্তু ওপথ মাড়াচ্ছি না। কারণ এমনিতেই আমার দুর্নামের শেষ নাই বিধায় নতুন করে দুর্নাম কামাতে চাই না বলে! 
সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে যিনি জিতবেন তিনি পাবেন নগদ ২০০ টাকা। যাদের নগদ টাকার প্রতি মোহ নাই তাঁদের জন্য অন্য অপশন আছে। আস্ত মুরগীর রোস্ট, কয়লার আঁচে ঝলসানো (এটার সমস্যা হচ্ছে, কষ্ট করে এসে খেয়ে যেতে হবে এবং এটাও কথা দিচ্ছি ওই আস্ত রোস্টে আমি ভাগ বসাব না। কেবল তাকিয়ে থাকব।)।
তো, হয়ে যাক একটা কুইজ প্রতিযোগিতা। কইনছেন দেহি...

এই ছবিতে তিন বালিকা এক পাশে, অন্য বালিকা অন্য পাশে। আলাদা। কেন? 
এখানে অনেকগুলো সূত্র দেয়া হয়েছে। এখান থেকেই বেছে নেয়া যাবে সঠিক উত্তরটা। কেউ যদি মনে করেন সঠিক উত্তরটা এখানে নাই তিনি ইচ্ছা করলে তাঁর সঠিক উত্তরটা এখানে যোগ করতে পারবেন।

ক. তিন বালিকারই কি হাতের ল্যাপটপটা বেশি দামি, একাকী বালিকাটার কম দামি?
খ. তিন বালিকারই হাতের ল্যাপটপ কি কম দামি, একাকী বালিকাটির বেশি দামি?
গ. ল্যাপটপ কেবল মেয়েরাই ব্যবহার করে। ভয়ে ভয়ে আছি, কোন দিন না দেখি মেয়েরা...ব্যবহার করা শুরু করে দিয়েছে। ল্যাপটপ কেবল মেয়েরাই ব্যবহার করে এটা বিস্মিত হওয়া কোন এক বালক ভুলে ফাঁকা জায়গায় চলে এসেছিল। তাকে কি ফটো-ব্লাস্টার দিয়ে উড়িয়ে দেয়া হয়েছে?
ঘ. তিন বালিকার নামের আদ্য-প্রথম অক্ষর কি একই?
ঙ. তিন বালিকার হাইহিল জুতার উচ্চতা কি একই?
চ. তিন বালিকা কি ভাল রকম বাঁকা হতে পেরেছে?
ছ. তিন বালিকার ফ্যাশন ডিজাইনার কি একজনই?
জ. নাকি ছবিতে বিশেষ কোন লোগো দৃশ্যমান হওয়া প্রয়োজন?

*ছবি ঋণ: প্রথম আলো 

14 comments:

সুব্রত said...

লোগো। ঠিক?

FaysaL said...

ছ. তিন বালিকার ফ্যাশন ডিযাইনার একজনই
বিশেষ লোগোর ব্যবহার হলে এই চার লম্বা পা বিশিষ্ট মহিলাদের কি দরকার ছিল?

সায়ন said...

আমার ধারণা বাম পাশে আরও মেয়ে ছিল। ক্যামেরাম্যান এই কাজ করেছে যাতে বিশেষ লোগোটি দেখা যায়। আর ছবিটি তোলেছেন খালেদ সরকার।

আলী মাহমেদ - ali mahmed said...

দাঁড়ান-দাঁড়ান, রয়েসয়ে :)। দেখি না আর কে কে এই প্রতিযোগিতায় অংশ নেন।
বিশেষ লোগো বলতে আপনি কি রেডিও পার্টনার 'এবিসি রেডিও'-কে বোঝাতে চাইছেন? @সুব্রত

আলী মাহমেদ - ali mahmed said...

"বিশেষ লোগোর ব্যবহার হলে এই চার লম্বা পা বিশিষ্ট মহিলাদের কি দরকার ছিল?"
মহিলাদের কি দরকার ছিল? বলেন কী! ভাব দেখে তো মনে হচ্ছে, মহিলারাই কেবল ল্যাপপটপ ব্যবহার করে!
আর পা বিশিষ্ট...? হয়তো বোঝাবার চেষ্টা করা হয়েছিল, মহিলারা ল্যাপটপ আঙ্গুলের বদলে তাদের হাই-হিল জুতার সুচালো অংশ দিয়ে ব্যবহার করেন। এখন কেবল হাই-হিল জুতার ছবি তো আর ছাপানো যায় না, মিডিয়া বলে কথা! তাই হাই-হিল জুতার সঙ্গে ঠ্যাংও চলে এসেছে :)। @Faysal

আলী মাহমেদ - ali mahmed said...

আপনি কি বলতে চাইছেন, বাম পাশে আরও মেয়েকে ফটো-ব্লাস্টার দিয়ে উড়িয়ে দেয়া হয়েছে! দুঃখজনক, শোক প্রস্তাব উত্থাপন করা যেতে পারে :)। @Shaqlain Shayon

সুব্রত said...

"বিশেষ লোগো বলতে আপনি কি রেডিও পার্টনার 'এবিসি রেডিও'-কে বোঝাতে চাইছেন?"

আমার কাছে সেরকমই লাগছে। আজকাল প্রায় সব ক্যাম্পেইনেই 'আমাদের রেডিও পার্টনার অমুক', 'আমাদের রেডিও পার্টনার তমুক' বলাটা একটা রেয়াজে পরিণত হয়েছে। তাই অনুমান করি, রেডিওর লোগোটা না দেখা গেলে বিপদ আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, কোন পণ্যের বিজ্ঞাপনে (ধরেন, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট) পণ্যের মোড়ক বা ডিব্বাটা এমনভাবে ধরা হয়, যেমন পণ্যের নামটা পড়া যায়। একবার একটা অ্যাডে দেখলাম, এমন আলগোছে চায়ের প্যাকেট থেকে চা ঢালছে...বাস্তবে আমরা এভাবে প্যাকেট ধরি না। ওই আর কী, লিপটন চা নাকি ক্রিপ্টন চা, বোঝাতে হবে তো! :)
আপনার কী মনে হয়?

আলী মাহমেদ - ali mahmed said...

সুব্রত,
ভাইরে, ১০০ ভাগ সহমত।
তবে রেডিও পার্টনার 'এবিসি রেডিও-এর বিষয়টা খানিকটা অন্য রকম। এটা তো আবার প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান। যার গালভরা নাম সিস্টার কনসার্ন, ভাই-বোন সম্পর্ক। মোটা দাগে, পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে আমাদের মত বাইরের লোকজনের হস্তক্ষেপ করাটা সম্ভবত শোভন না :)।

কিন্তু পারিবারিক বিষয়গুলো অহেতুক বাইরে টানাটানি করা কেন? আমার কাছে মনে হয় এমন, যেন 'লেজার গান দিয়ে পাখি শিকার':
http://www.ali-mahmed.com/2007/07/blog-post_9551.html

FaysaL said...

নাহ ! লেপটপ , সুচালো হিল , সব কেমন যেনো ভজঘট পাকিয়ে ফেলা হচ্ছে . লাপটপ কে আর লাপটপ না রেখে হিলটপ বানানোর পয়্তারা চলছে, কেউ কি আছেন এই প্রাণী গুলোকে লেপটপের আসল 'আসন' কোথায়, দেখানোর জন্য....

আলী মাহমেদ - ali mahmed said...

"...সব কেমন যেনো ভজঘট পাকিয়ে ফেলা হচ্ছে. লাপটপ কে আর লাপটপ না রেখে হিলটপ বানানোর পয়্তারা চলছে..."
আরে রাখেন আপনার ভজঘট। আমি আরও মহা চিন্তায় আছি...। উদ্যেক্তা, মিডিয়া এরা বোঝাবার চেষ্টা করছে ল্যাপটপ মেয়েদের জিনিস।
কাছে আসেন, আপনাকে কানে কানে বলি, কাউকে বলবেন না যেন, আমি নিজেও একটা মিনি ল্যাপটপ ব্যবহার করি। এটা জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে।

দেখুন, কেউ মেয়েলী পারফিউম লাগিয়ে ঘুরলে বা ভুলে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়লে তার ফাঁসি হয় না সত্য কিন্তু এ বড়ো লজ্জার। ল্যাপটপ নামের মেয়েদের জিনিস ব্যবহার করি এটা হয়তো প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ না কিন্তু লজ্জায় যে মাথা কাটা যায়। আমি যে ল্যাপটপ ব্যবহার করি, এটা কাউকে বলবেন না যেন, প্লিজ :)। @Faysal

JeweL said...

!!!!!!!!!!!!!!!!!!!!

আলী মাহমেদ - ali mahmed said...

"!!!!!!!!!!!!!!!!!!!!"
এইটা দিলে তো হবে না, আপনার উত্তর বাতিল বলিয়া গন্য হইবে। কুইজের উত্তর দেন। ক, খ, গ... :)। @JeweL

Md. Adnan Arif Salim said...

শুভ ভাই আন্নে রেডি হৈয়া খাড়ান। গোটা মুর্গি আমি খামু। আন্নে চায়া চায় দ্যাখভেন।

উত্তর কিছুই না। .........

প্যাহলে রোশনি গরুপের ABC নাইতারকে পবি্লিকলি দেখাইতেই এই পরচেশটা।
Am I রাইট ??

আলী মাহমেদ - ali mahmed said...

হ, রাইট। গোটা মুরগিই আপনার। খাদক আপনি, দর্শক আমি :( @Md.Adnan Arif Salim Aurnab