Search

Thursday, July 5, 2007

কেন অন্য রকম?

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···? আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?
একই শব্দ বারবার আউড়ে যাওয়া তো ভাল কাজ নয়- পাগলের কাজকারবার। আচ্ছা, এটা কি মনোবিদদের আগ্রহের বিষয়? কে জানে, হবে হয়তো বা!
আচ্ছা, ওই মানুষটা কি প্রভাব ফেলেছে কোনো ভাবে? যে মানুষটা বারবার আউড়ে যাচ্ছিল, ‘গন্দম খায়া জোলাপ নাইমা গেছে’। সামান্য একজন হকার টাইপের মানুষের মুখে, আপাতদৃষ্টিতে সাধারণ অথচ তখন মনে হচ্ছিল, উঁচুমার্গের কথা। কোনভাবে কি এটা মস্তিষ্কে প্রবল ছাপ ফেলেছে?


আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?
কই, যথারীতি সূর্যের উদয় হয়েছে, অস্তও গেছে- এমন দিনে তো বিশেষ কোন বিশেষত্ব নাই!

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?

মনে হয় না এমন, ঝাঁ ঝাঁ রোদ্দুরে হনহনিয়ে হেঁটে গেলে বেশ হতো? কই, রোদ্দুরে হাঁটা তো আমোদময় কিছু নয়!

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?

হয় কী ভ্রম, গাছের পাতাগুলো কী চকচকে, না? কই, শীতে তো পাতা নিষ্প্রভ, ধুসর; হায়, গেল-গেল পাতাটা যে ঝরে!

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?

যে আজ কোথাও যাওয়া যাবে না? আহা, যেতে তো হবে কোথাও না কোথাও- নইলে শেকড় বেরিয়ে যাবে যে!

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?

জীবনের কাছ থেকে আজ কোথাও পালানো যাবে না? হায়, দুর্বল একজন মানুষের না-পালিয়ে তো বাঁচার উপায় নেই!

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?

শীতার্তের জন্য সুর্য কি নেমে আসবে আধ হাত? পাগল, সুর্য বেচারার কী দায় পড়েছে! আরশের নীচ থেকে উকি না-মারলে নিভে যাবে যে!

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?

চরম শত্রুকেও ভালবাসতে ইচ্ছা করবে? ধ্যাত, তাই কি হয় কখনো- একটাই মাত্র জীবন যে! জীবনটাকে বটি দিয়ে চাক চাক করবে কে!

আজকের এই দিনটা কি খানিকটা অন্য রকম···?

হয়তো, হয়তো না···

(৩১·০১·০৭/ ১২.০১/ এলোমেলো ভাবনা।)

4 comments:

Unknown said...

চমত্কার বস্। পুরনো সবগুলো কবিতা পোস্ট করে দিন।

আলী মাহমেদ - ali mahmed said...

নারে ভাই, এটা কবিতা না। আপনার কেন এমন মনে হল এটা কবিতা, কে জানে!

এটা আমি একটা বাংলা ওয়েব-সাইটে পোস্ট করেছিলাম।

ঠিক ওই তারিখের একটা দিনে আমি পৃথিবীর ওজন খানিকটা বাড়িয়েছিলাম।
তো, অনেকে এইসব নিয়ে ঘটা করে পোস্ট দিত, আমি দিয়েছিলাম খানিকটা ঘুরিয়ে। বিষয়টা অনেকে ধরতে পেরেছিলেন, অনেকে পারেননি।

জানি না কেন, ওদিন, পোস্টটা যখন লিখছিলাম, ভারী বিমর্ষ ছিলাম- এমন বিমর্ষ সময়ের চে ভয়াবহ আর কিছু নাই - যখন নিজের চোখে চোখ রাখা যায় না...

Unknown said...

কবিতা নয় কেন? মারজুক রাসেল যদি তাঁর 'লিটল ব্রাদার' নামের লেখাটিকে কবিতা বলে দাবি করতে পারেন, এটা কেন কবিতা নয়?

আলী মাহমেদ - ali mahmed said...

হা হা হা। ভাল বলেছেন, মারজুক রাসেল!
ভাইরে, এদের মতো এত মনন আমার কই! এই ভদ্রলোকের অভিনয় দেখে আমি হাঁ হয়ে যাই- মুখভর্তি দাঁত ছাড়া আর যে কিছুই চোখে পড়ে না!

ভাল কথা মনে পড়ল, এক বইমেলায় দেখলাম ওমর সানীর উপন্যাস বিক্রি হচ্ছে। অগাবগা আমি তখন ৩ টাকা দামের কলম চিবাই- কলম চিবাতেই যে ভারী আনন্দ আমার...।