Search

Friday, May 23, 2025

জ্ঞানের (গা...) নৌকা পাহাড়ে উঠে...!


শতবর্ষী একটা গাছ কেটে ফেলেছেন আমাদের আলেম সাহেবরা। অভিযোগ গুরুতর- জালেমরা এই গাছে জালেমগিরি করে!এই গাছে বেদআতি কারবার হয়! ঘটনা সত্য, আমরাও দিব্য চোখে গাছে লাল শালুর কাপড় ঝুলতে দেখেছি! তাই তারা দাওয়াত নিয়ে গিয়েছিলেন। মানে গাছটা কেটে শুইয়ে দিয়েছেন! কিন্তু বেচারা গাছের কী দোষ? সে তো আর নিজে-নিজে লাল কাপড় পরেনি! ট্রি ইন রেড...!
এদিকে আমাদের সরকারের 'বালিষ্ট কার্মাচারি' মানে ইউএনও সাহেব বা সাহেবান এই ঘটনায় একটা কঠিন বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা কঠিন বিধায় আমাদের মত সাধারণ আমজনতার মাথার উপর দিয়ে জনতাকে পিছু ফেলে আমটা চলে গিয়েছে; সরি, আম না, বক্তব্যটা!
তিনি একবার বলছেন, সঙ্গে-সঙ্গেই তিনি ধর্মীয় স্যারদের ডেকেছেন আবার বলছেন এরা কিছুটা গা ঢাকা দিয়েছে। এখানে সায়েন্স কোথায়- একই চরিত্ররা দেখাও করে আবার কিছুটা গা ঢাকাও দেয়!
 
এটা একটা কথা, গাছে পাজি লোকজনেরা লাল শালুর কাপড় ঝুলিয়ে মানত করে, কী সর্বনাশ-কী সর্বনাশ! ভাগ্যিস, আলেম সাহেবদের দেওয়া পুরো শাস্তিটা গাছের উপর দিয়েই গেল। অথচ যারা এই পাজি কর্মকান্ড করেছে এদেরকে আমাদের হৃদয়বান আলেম সাহেবরা যে কিছু বলেননি এতেই আমরা ভারী কৃতজ্ঞ!
অথচ অন্যত্র কেউ তৌরাত শরীফের অনুসারী হলে কী কঠিন শাস্তিই না পেতে হত [*]! গাছের পাশাপাশি পাজি মানুষরকেও শুইয়ে দেওয়া হত! মানে স্রেফ কল্লা উড়ে যেত...।
 
যাই হোক, এন্ড অভ দ্য ডে- পরে যেটা আমরা জানতে পারি। এই গাছের মালিক হালকা চালে বলেছেন, তিনি এক মাদ্রাসার কাছে গাছটা বিক্রি করেছেন। বঙ্গাল বলে কথা- কত বুদ্ধি ঘটে...!
* "আর যে কেউ কোন পশুর সঙ্গে শয়ন করে, তার অবশ্যই প্রাণদন্ড হবে; এবং তোমরা সেই পশুকেও বধ করবে।"
(তৌরাত শরীফ, তৃতীয় খন্ড: লেবীয় কিতাব, ২০/ ১৫)


No comments: