Search

Wednesday, December 29, 2021

মেটামরফোসিস

পাকিস্তানের এই নাগরিক যিনি ১৯৭১-কে খুব কাছ থেকে দেখেছেন কারণ তখন তিনি পাকিস্তানী সামরিক বাহিনীতে ছিলেন। এই মানুষটার বক্তব্য পরিষ্কার। তিনি হাতে ধরে-ধরে পাকিস্তানের ভুল, ভয়াবহ অন্যায়গুলো আমাদের চোখের সামনে নিয়ে এসেছেন। এখন পর্যন্ত পাকিস্তান তার ভুল, ভয়াবহ অন্যায়গুলোর জন্য ক্ষমা চায়নি বা এই দেশের যে বিপুল আর্থিক ক্ষতি করেছে সেই আলাপেও যাওয়ার আগ্রহ দেখায়নি।

সেতো গেল "পাকিদের" কথা! আমাদের দেশের নাগরিক স্যার গয়া বাবু কী বলছেন আমরা একটু শুনি:

এই ভিডিও ক্লিপটা শোনার পর কেবল ছোট্ট একটাই প্রশ্ন এই লোকটা মুক্ত ঘুরে বেড়ায় কেমন করে! এই লোকটার কী ধারণা আছে বুদ্ধিজীবী হত্যার নামে কী নারকীয় অনাচার হয়েছিল বা পাকিস্তানীদের অত্যাচারের নমুনা কেমনতরো ছিল? সাদি মোহাম্মদের পরিবারের ২৫জনকে খুন করা হয়েছিল। কাউকে জবাই করে, কাউকে আছড়ে...
আসলে গয়া-হয়া এদের পরিবারের কেউ ১৯৭১ সালে মারা যায়নি তো তাই এরা যা মুখে আসে তাই বলে দেয়।

No comments: