Monday, July 2, 2018

ভুল ভূমিকায়।

আমাদের জন্মের পর থেকেই শুরু হয় বিভাজন। প্রাণটা কি মানুষের না পশুর? এরপর ধর্মের বিভাজন। তারও পরে দলের। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আওয়ামি লীগ না বিএনপি-জামাত? ইত্যাদি-ইত্যাদি-ইত্যাদি।

এ এক চলমান প্রক্রিয়া! এই প্রক্রিয়ায় আমরা ভুলতে বসি, একদা মানুষ ছিলাম রে। এমনিতে আমরা জাঁক করে বলি বটে, এন্ড অভ দ্য ডে উয়া হিউম্যান বিয়িং। কিন্তু ভুল হয়ে যায়
- বড় ভুল। ভুলভাল ভূমিকায় অভিনয় শুরু হয়ে যায়। কিন্তু পশু মানুষের ভূমিকায় অভিনয় করলে তো মুশকিল, মহা মুশকিল...।


এই ভিডিওটার উৎস: www.banglatribune.com

No comments: