Search

Sunday, December 30, 2012

বীরপুরুষ, তোমার অপেক্ষায়...

ফেসবুকের কল্যাণে অনেকেই ভিডিওটি দেখেছেন। বিস্তারিত জানারও কারো বাকী নাই। একটি ছেলে ভালবাসার ভঙ্গির ছল করে একটি মেয়েকে চড় মারে। এ সত্য, মেয়েদের উপর এরচেয়ে অনেক রগরগে আচরণেরও অজস্র উদাহরণ আছে কিন্তু...।

কিন্তু এটা এই গ্রহের অতি কুৎসিত এক দৃশ্য! বোমা মেরে মানুষ মেরে ফেলা হয় কিন্তু, মসজিদ-মন্দিরে প্রার্থনারত মানুষকে যখন বোমা মেরে উড়িয়ে দেয়া হয় ওই ভঙ্গির সঙ্গে এর কোথায় যেন একটা মিল আছে। আসলে ভিডিওটা না-দেখলে কাউকে বোঝানো মুশকিল...
কিন্তু নীতিগত কারণে ভিডিওটির ক্লিপিংসটা এখানে দিলাম না এবং ছবির সঙ্গে মেয়েটির ছবি যুক্ত থাকাও আমি অসমীচীন বলে মনে করি। লজ্জায়-অপমানে এই মেয়েটি যদি একটা কিছু অনর্থ করে ফেলে তাহলে সেই দায় তো আমার উপরও বর্তাবে। এই ভার সইবার মত কাঁধ আমার না!
আমরা বরং বীরপুরুষটাকেই দেখি...
এই সেই বীরপুরুষ, সৃজন আহমেদ।

অসাধারণ একটা কাজ করেছেন, ইরফান আহমেদ (https://www.facebook.com/The.Ultimate.Pirate.King)। দাবানলের মত ছড়িয়ে দিয়েছেন, সুশান্ত দাস গুপ্ত (http://www.amarblog.com/sushanta/posts/157199), 'আমার ব্লগে'। সৃজন আহমেদ নামের এই ছেলেটির ঠিকুজি-বিস্তারিত এঁরা বের করে এনেছেন। আমি অপেক্ষায় আছি, আশায় বুক বেঁধে আছি, এঁরা এবং অন্য সবাই মিলে এর একটা সুরাহা করতে পারবেন। এই চলমান দানবকে আইনের আওতায় আনা হবে...।

সৃজন আহমেদ (https://www.facebook.com/01611335665szn) নামের ফেসবুকের ঠিকানায় এখন আর পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা বীরপুরুষ পেজটি কি নিজেই উধাও করে দিয়েছে কিনা কে জানে?

আমি মনে করি, আসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক, সবার জন্য না। জঙ্গলে চলে জঙ্গলের আইন। এর ছবি আমার মস্তিষ্কে গেঁথে আছে। কে জানে, এই ছেলেটির সঙ্গে কোথাও-না-কোথাও দেখা হয়ে গেলে, এতো দ্রুততার সঙ্গে আমার হাত উঠবে যে সেই দৃশ্য আটকে রাখার ক্ষমতা অতি আধুনিক ক্যামেরার কোথায়...   

6 comments:

Unknown said...

nic

Shahadat Udraji said...

ব্যাপারটা দেখি নাই তবে আমার ব্লগ থেকে পড়ে মাথা গরম হয়েছিল। কোনটা খারাপ, কোনটা ভাল এটা বুঝার দক্ষতা ও মানষিকতা আমাদের এখনো গড়ে উঠে নাই।

দুঃখজনক। তবে সেটা ফেইসবুক থেকে উদাও হয়েছে এটাই বড় কথা এই সময়ে।

নুহান said...

আলি ভাই,আপনার এখানে দুই দিন থেকে চেষ্টা করছি মন্তব্য করতে পারছি না। আলু পত্রিকায় ধারাবাহিক লেখা ছাপা হচ্ছে,আমিই বাংলাদেশ। দশ জানুয়ারীকে সাবরিনা সুলতানাকে নিয়ে বিশাল ফিচার করা হয়েছে ডয়েশে ভ্যালে প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় হয়েছেন। দ্বিতীয় মানে বুঝলাম না,আমি তো জানি তিনি পরাজিত হয়েছিলেন?? আপনি প্রথম হয়েও আপনার নাম নাই কেন? লেখাটা কি আপননি েদখছেন? http://eprothomalo.com/index.php?opt=view&page=1&date=2013-01-10

আলী মাহমেদ - ali mahmed said...

ধন্যবাদ। @ MD. Rakib, sumon paul paul
সহমত। @ Shahadat Udraji

আলী মাহমেদ - ali mahmed said...

হা হা হা। এটা এরাই ভাল বলতে পারবে।

আহ, মিডিয়া, আমাদের মিডিয়া। তবে এক্ষণ এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই কারণ এটা অসমীচীন, এখনও লাজ-লজ্জার মাথা খেয়ে বসিনি! @ নুহান

Unknown said...

nic