এরশাদের সময়, খালেদা জিয়ার সময় যেভাবে লিখতে পেরেছি, ক্যারিকেচার, কার্টুন আঁকতে পেরেছি আওয়ামী শাসনামলে এ ছিল স্রেফ একটা স্বপ্ন বা দুঃস্বপ্ন! যেদিন শহিদুল আলমকে পুলিশ নগ্ন পায়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল, কোর্টে 'মাই লর্ড' বিচারক পুলিশকে জিজ্ঞেস করছেন, পুলিশ আসামীর ফোনের পাসওয়ার্ড নিয়েছে কিনা সেদিনই লেখালেখির কফিনে পেরেক ঠোকা হয়ে গেল...!
প্রথম ছবিটি 'কবিতা'র মতো সুন্দর৷ ছবিটার প্রেমে পড়ে গেছি, কঠিন প্রেম৷ কী ভাবছেন? ''ভাগ্যিস ব্যাটা ছবির প্রেমে পড়েছে, বেঁচে গেলাম...''
:) @Anonymous
Post a Comment
2 comments:
প্রথম ছবিটি 'কবিতা'র মতো সুন্দর৷ ছবিটার প্রেমে পড়ে গেছি, কঠিন প্রেম৷ কী ভাবছেন? ''ভাগ্যিস ব্যাটা ছবির প্রেমে পড়েছে, বেঁচে গেলাম...''
:) @Anonymous
Post a Comment