

এম এ জব্বার।
মানুষটা আমার জন্য অসাধারণ এক উপহার নিয়ে এসেছেন। ১৯৭১ সালের গুলির বাক্স। (আমার জীবনে এমনিতেই জটিলতার শেষ নাই। তাই জটিলতা এড়াবার জন্য আমাদের দেশের চৌকশ গোয়েন্দাদের আগাম বলে রাখি, এই গুলির বাক্সটা খালি।)
এমন একজন মানুষ এসেছেন এই আনন্দ রাখি কোথায়! মন্ত্রী-ফন্ত্রী কোন ছার। অনেকে ভ্রু জোড়া দিয়ে বলবেন, তোমার এখানে কোন মন্ত্রী পেশাব করতেও আসবেন না। তাঁদেরকে সবিনয়ে বলি, মন্ত্রীদের পেশাব করার সুব্যবস্থা আমার এখানে নাই।
১৯৭১ সালে এই মানুষটা পাকিস্তান থেকে আস্ত একটা রাশিয়ান T-55 ট্যাংক নিয়ে পালিয়ে এসেছিলেন। জিটি রোড, ওয়াগা সেক্টরে মাইলের পর মাইল ট্যাংক চালিয়ে পাকিস্তান থেকে ভারতীয় সীমান্তে চলে এসেছিলেন। কী এক পাগলামী, কী অকল্পনীয় এক কান্ড!
ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করার পর চলে বিরামহীন জিজ্ঞাসাবাদ- মানুষটা কি পাকিস্তানী চর? ভারতীয় সেনার হাত থেকে ছাড়া পেয়ে ঝাপিয়ে পড়েন যুদ্ধে।
মানুষটা বলে যাচ্ছেন। আমি শ্বাস আটকে শুনি সেইসব আগুন দিনের কথা, তাঁর অসম সাহসীকতার কথা। কতশত অজানা কথা! আমাদের মহান মুক্তিযোদ্ধা হোমো এরশাদ সাহেবের বীরত্বের (!) কাহিনী। তিনি এবং রওশন এরশাদ তখন পাকিস্তানে। ওখানে ওনারা উর্দুতে বাতচিত করতেন। যারা পালিয়ে আসার জন্য ফাঁকফোকর খুঁজতেন তাদের প্রতি উষ্মাও প্রকাশ করতেন উর্দুতে, "শালে, তুমলোগ কে লিয়ে আমলোগ কা জিনা হারাম হো যাতা। ইন্ডিয়া তুমলোগ কা দিমাগ ঘুমা দিয়া"।
এরশাদ সাহেবের এইসব বাতচিত বাংলাতে অনুবাদ করলে অনেকটা দাঁড়াবে এমন, শালা, তোমাদের জন্য আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। ভারত তোমাদের মাথা এলোমেলো করে দিয়েছে।
মানুষটা একজন সুখি মানুষ। তার আছে ভদ্রস্থ জীবন-যাপন করার সুযোগ। শুনে ভালো লাগে। তার গোলায় আছে ধান, পুকুরে মাছ, চলে যায়। তবুও মানুষটার কী এক হাহাকার! তাঁর সাহসীকতার জন্য তাঁকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়েছিল। লিখিতাকারেও আছে কিন্তু পরবর্তীতে তিনি প্রবাসে চলে গেলে এই বীরপ্রতীক খেতাবটা গেজেটে উঠেনি তদ্বিরের অভাবে। আজ তিনি একজন খেতাববিহীন মানুষ!
তাঁর আক্ষেপ আমার কানে তালা লাগিয়ে দেয়, "কেন আমাকে খেতাবের জন্য তদ্বির করতে হবে? কেন? আমি কি এইজন্য ট্যাংক নিয়ে পাকিস্তান থেকে দেশে চলে এসেছিলাম? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান একটা T-33 বিমান নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে ব্যর্থ হন, তিনি এই দেশের বীরশ্রেষ্ঠ। তাঁকে আমি স্যালুট করি। আর আমি ট্যাংক নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসতে সফল হই কিন্তু আমাকে তদ্বির না করার অপরাধে একজন খেতাব বিহীন মানুষ হয়ে থাকতে হবে, কেন?"
এইসব ক্ষেত্রে আমি চুপ করে থাকি, আকাশ দেখি। ভুলেও সামনের মানুষটার চোখে চোখ রাখি না।

কারও কাছ থেকে অটোগ্রাফ নিতে আমি আগ্রহ বোধ করি না কিন্তু এই মানুষটার প্রতি আমি কৃতজ্ঞ, জোর করে আমার 'জীবনটাই যখন নিলামে' বইটায় তাঁর একটা অটোগ্রাফ নিয়েছি।
*বক্তব্যগুলো জনাব এম, এ, জব্বারের নিজস্ব। তাঁর এইসব বক্তব্যর সপক্ষে প্রমাণ এবং সচিত্র-চলমান চিত্র (চালু নাম ভিডিও ক্লিপিংস) আমার কাছে সংরক্ষিত।
**আমার মাথায় নতুন এক ভূত আসন গেড়েছে। এখন থেকে এইসব আগুন-মানুষদের আনন্দ-বেদনা ভিডিও করে রাখব। এঁদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে, পাল্লা দিয়ে কমছে আমার আয়ু। এ ব্যতীত আমার গতি কী! সুরুয মিয়ার (তাঁর প্রতি সালাম), যে মানুষটা ২০০৫ সালে, ঠিক ১৬ ডিসেম্বরে আত্মহত্যা করেন। ওইসব অজানা কথা তখন সেলফোনে ধারণ করে না রাখলে আজ কোথায় পেতাম?
এম, এ, জব্বারকে নিয়ে একটা সিরিজ লেখার ইচ্ছা আছে, দেখা যাক।



* সুরুয মিয়া: http://www.ali-mahmed.com/2009/08/blog-post_02.html
**এই মানুষটার প্রতি (জনাব, এম এ জব্বার) খানিকটা সম্মান দেখাবার চেষ্টা করা হয়েছিল: http://www.ali-mahmed.com/2010/06/blog-post_4596.html
***মুক্তিযুদ্ধ সংক্রান্ত পোস্ট: http://tinyurl.com/37wksnh
15 comments:
অসাধারণ ব্যাপার! ধন্যবাদ পোস্টের জন্য।
ফেসবুকে শেয়ার করলাম।
আমিও শেয়ার করলাম
অশেষ ধন্যবাদ, আপনাদের দুজনকেই।
darun post shuvo, eita onno r o jaygay parle den, osadharon ekta kaj hoise
অসাধারণ কিনা জানি না কিন্তু এঁদের ভিডিও করে রাখা শুরু করেছি।
জব্বার ভাইয়েরটা করলাম। আর করলাম নৌ-কমান্ডোরটা।
মুশকিল হচ্ছে,সময় মতো,কাজের সময় ক্যাম-কর্ডার পাওয়া যায় না। এতে করে আমার কাজ পিছিয়ে যাচ্ছে।
কম দামের মধ্যে পুরনো ক্যাম-কর্ডার পাওয়া গেলে জানাবেন, উপকার হয়। @পিয়াল
jabbar sir-ke amar salam poichaiya dean
অবশ্যই, মানুষটা অসম্ভব খুশী হবেন।
চমৎকার কাজ!
আপনাকে স্যালুট!
ফেসবুক এ শেয়ার দিলাম , অনেক অনেক ধন্যবাদ,
কিছু দিন আগে আপনাকে বনানী দেখলাম, দুক্ষিত দেখা করতে পারিনি, ভালো থাকবেন
অসাধারন......
স্যালুটটা আমাকে কেন রে, ভাই! এটা তো ওই মানুষটার পাওনা। তাঁর সঙ্গে আমার ফোনে কথা হয়, তাঁকে আপনার ভালবাসার কথা জানিয়ে দেব। @বোহেমিয়ান
"ফেসবুক এ শেয়ার দিলাম...।"
অজস্র ধন্যবাদ আপনাকে। এই সব মানুষদের কথা ছড়িয়ে দিতে হবে এই গ্রহের সব জায়গায়।
"কিছু দিন আগে আপনাকে বনানী দেখলাম, দুক্ষিত দেখা করতে পারিনি...।"
ঠিক ঠিক আমাকে দেখেছেন তো? :)
আপনিও ভাল থাকুন। @Anonymous
ধন্যবাদ। @তায়েফ
Wow this is a great resource.. I’m enjoying it.. good article
found your site on del.icio.us today and really liked it.. i bookmarked it and will be back to check it out some more later
Post a Comment