আগে 'শিবির' বলে যে-কাউকে ফট করে মেরে ফেলা বা চরম অন্যায় করাটা যেমন ডালভাত ছিল এখন 'আওয়ামীলীগ' বলে!
কিছুই বদলায়নি—কিছুই বদলায় না! কেবল বদলায়—আমরা ক্রমশ মানুষ থেকে দানবে রূপান্তরিত হই। শুয়োরের মত বলার চেষ্টা করি, পূর্বে এরা এমন করেছিল তাই এখন এমন করাটাই সমীচীন। আমরা সাফ-সাফ বলে দেই, আগেও আমরা গু-খেকো শুয়োর ছিলাম এখনও তাই!
তাই বিবিসি'র প্রতিবেদনেও এর খানিকটা আঁচ করা যায়:
আহারে জীবন!
কারণ বাবার যে প্যারোলে মুক্তি মেলেনি! সরকার বাহাদুর বলেছেন, প্যারোলের জন্য নাকি আবেদনই করা হয়নি:
কোন শালা কবে দেখেছে 'সরকারি প্রেসনোট' সত্য হয়! না, হয় না, সরকার মিথ্যুক! সাদ্দামের পরিবার আবেদন করেছিলেন:
এই তথ্য ব্যতীত সাদ্দামের পরিবারের লোকজনেরাও স্পষ্ট করে বলছেন, আবেদন করা হয়েছিল:
গোটা দেশ যেখানে নগ্ন হয়ে পড়ে সেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই আকাশ-কাঁপানো অনাচার নিয়ে কথা বলতে আগ্রহী না। তিনি ব্যাকুল হয়ে আছেন কৃষি নিয়ে, আলু নিয়ে কথা বলতে:
আমার লেখালেখির শপথ, সমস্তটা জীবন এই অনুভূতির মাঝে শ্বাস ফেলেছি, এই দেশেই যেন আমার মৃত্যু হয় কিন্তু এখন কেবলই মনে হয়, পালাতে হবে, অন্য কোথাও...!




No comments:
Post a Comment