Search

Saturday, January 17, 2026

একজন মাচাদো এবং একজন মাদাচো!

'শান্তিতে নোবেল' কেন যেন ক্রমশ নো-বেল হয়ে যায়! কোথায়, কীসের যেন একটা ঝামেলা আছে। 

যেমন ধরুন, ওবামা। কেন নোবেল পেয়েছেন ওবামা নিজেও সম্ভবত জানেন না। কেবলমাত্র গদিতে বসেছেন—কেরামতি দেখাবার পূর্বেই ক্যারামবোর্ডের গুটির মত উঠিয়ে গলায় নোবেল ঝুলিয়ে দিল।

এমন উদাহরণ দেশে-দেশে! হালে মাচাদো শান্তিতে নোবেল পেয়েছেন:

ম্যাডাম কোরিনা মাচাদো তার নোবেল আরেক ট্রাম্প 'মাদাচো'-কে দিয়েছেন।

এই নিয়ে ট্রাম্প মাদাচো বেজায় খুশি!



No comments: