Search

Wednesday, May 23, 2018

ডাকাতের মার গলা...।

চোরের মার বড় গলা এটা সবাই জানে কিন্তু ডাকাতের মার গলা এতোটাই বড় থাকে যে কোহিনূর হিরার মত অজস্র ধনও দিব্যি এঁটে যায়! সেই ডাকাতের নাতিপুতিরা যখন বিবাহ করে তখন আমাদের আনন্দ দেখে কে! উল্লাসে নগ্ননৃত্য করতে বললেও আমরা বিমলানন্দে রাজি হয়ে যাব।দুরস্ত পোশাকপরা কেউ যখন এমন লেখা প্রসব করে, ‘আমাদের রাজার বিবাহ। আমরা দুয়া করি’, তখন মানুষটাকে স্রেফ নগ্ন মনে হয়।

আর আমাগো মিডিয়া, আহা! এরা কেমন করে বিস্মৃত হবে যে এদের বাপ-দাদারা তাদের লুটেরা প্রভুর এমনই সেবাদাস ছিল যে প্রভু ঘোড়ায় উঠার সময় নিজের পিঠ পেতে দিত। সেই প্রভুর আন্ডাবাচ্চার জন্য পিঠ না হোক প্রথম পাতাসহ কাগজের বিস্তর স্পেস ছেড়ে দেবে এতে অবাক হওয়ার কী আছে!

সহায়ক সূত্র:
১. লুটেরার ছা…: http://www.ali-mahmed.com/2013/07/blog-post_3626.html

No comments: