Search

Friday, June 29, 2007

মানুষ চেনার ইশকুল: ২

তীব্র সমালোচনায় যখন আমাকে কটু ভাষায় ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছিল, ওখানে একজন মন্তব্য করলেন, পড়লাম।

আমার বুকের অনেকখানি জায়গা নিমিষেই ফাঁকা হয়ে গেল। অন্য কেউ এই মন্তব্যটা করলে আমি এ নিয়ে মাথা ঘামাতামই না। কিন্ত এ আমার পছন্দের মানুষ। মানুষটা কি করে পারলো এমন একটা মন্তব্য করতে। আমার মনে হচ্ছিল এমনটা, কেউ আমাকে নগ্ন করছে আর আমার পছন্দের মানুষ বলছে, দেখলাম।

কেউ সীমাবদ্ধতার কারণে আমার পাশে এসে না দাঁড়াতে পারলে সরে গেলেই হয়- এতে আমার বেদনাহত হওয়ার কোন কারণ নাই । তা না করে আমার চোখে চোখ রাখার প্রয়োজন কী!

তো, আমি যখন আমার সীমিত শক্তি নিয়ে যখন ঘুরে দাঁড়ালাম, ওইখানে এই মানুষটার প্রয়োজন কি আবারও বলার, পড়লাম।

হায়রে মানুষ- হায়রে দুগ্ধপোষ্য শিশু!

No comments: