কুতুয়া শব্দটা কুকুরের অপভ্রংশ। অসুন্দরের রুপকার্থে শব্দটা দিয়েছি। এমনিতে আদরের গালি, কুতুয়া রে...। তো, এই গ্রহটাকেও গালি দিলাম আর কী- অপত্য স্নেহে! তবুও এই কুৎসিত গ্রহটাকে ভালবাসি, হুদাহুদি- কেন? এর উত্তর আমার কাছে নাই।
তিথি ভাইয়া, সম্ভবত ব্যাখ্যা করিতে গিয়া করিলাম পন্ড! আসলে লিখে ফেলাটা বড় সহজ- লেখার অর্থ বোঝাতে গিয়ে আমার ব্রেনে শর্ট-সার্কিট হয়ে যায়। হা হা হা।
2 comments:
কুতুয়া গ্রহ মানে কি?
পোকা ভাই, ভালো আছেন তো?
কুতুয়া শব্দটা কুকুরের অপভ্রংশ।
অসুন্দরের রুপকার্থে শব্দটা দিয়েছি। এমনিতে আদরের গালি, কুতুয়া রে...। তো, এই গ্রহটাকেও গালি দিলাম আর কী- অপত্য স্নেহে! তবুও এই কুৎসিত গ্রহটাকে ভালবাসি, হুদাহুদি- কেন? এর উত্তর আমার কাছে নাই।
তিথি ভাইয়া,
সম্ভবত ব্যাখ্যা করিতে গিয়া করিলাম পন্ড! আসলে লিখে ফেলাটা বড় সহজ- লেখার অর্থ বোঝাতে গিয়ে আমার ব্রেনে শর্ট-সার্কিট হয়ে যায়। হা হা হা।
Post a Comment