আমাদের এই হুজুর মহোদয় বড় কষ্টে আছেন! কারণ ভিরু মুসলমান আজ আর অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করতে পারছে না, ফলে বেচারারা যুদ্ধবন্দী হিসাবে দাসীও পাচ্ছে না! আফসোস!
অনেকে হাঁই তুলে ভাবছেন, যুদ্ধবন্দী হিসাবে দাসী পেলেই কী আর না-পেলেই কী! হে-হে-হে, তাদের সঙ্গে 'ইয়ে করা যাবে' এটা বলতে আমার লাজ হচ্ছে তাই আহমাদ উল্লাহ হুজুরের মুখে শুনে নিন।
তবে ক্রীতদাসীর জন্য সুখবর আছে কিন্তু ক্রীতদাসের জন্য নাই! বড়ই আফসোস!
No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।