পূর্বের এই লেখায় [১] আমি উল্লেখ করেছিলাম, সীমান্তবর্তী একটা এলাকায় স্কুল চালাবার সূত্রে ওখানকার লোকজনের মুখ থেকে শুনতাম বিএসএফ কেমন করে আমাদের লোকজনকে আমাদের এলাকা থেকে ধরে নিয়ে যায়।
ধরে নিয়ে যাওয়ার পর খুব কম মানুষই ফেরত আসত। আর যারা ফেরত আসত তাদের বর্ণনা ছিল ভয়াবহ-রোমহর্ষক! বিএসএফ যে কেবল ভয়ংকর নির্যাতন করত এমনই না শরীরের নাকি পেট্রল পুশ করে দিত। অনেকের হাত-পায়ের রগ কেটে নদীতে ভাসিয়ে দিত!
এই ভিডিও ক্লিপটা দেখে কারও-কারও মনে হতে পারে এখানে জেনেভা কনভেনশনের দু-একটা নিয়ম হয়তো খুলে পড়ে গেছে, তাই না? এক বঙ্গাল গিয়ে বিএসএফ'র পিঠে হাতের নাগালে যে ডাল পেয়েছে তাই দিয়ে সপাটে মেরেছে! বড় পাজি এঁরা, আহারে-আহারে, এক চোখে জল এক চোখে পানি চলে আসে!
কিন্তু এই ভিডিও ক্লিপটা ভাল করে লক্ষ করুন:
বিএসএফ কেবল বাংলাদেশের ভেতরেই ঢোকেনি, আমাদের গ্রামের বাড়িঘরের ভেতরে ঢুকেছে! বরাবর তারা যা করে থাকে আর কী! অন্য দেশের লোকজনের সঙ্গে মাস্তানি করা, জোর করে ধরে নিয়ে যাওয়া। অনেক সময় এরা মদ খেয়ে অপ্রকৃতস্থ অবস্থায় আমাদের মেয়ে-মহিলাদের সঙ্গে অশালীন আচরণও করে।
সত্য বলতে কি, বিএসএফকে তৈরি করা হয়েছে দানব করে। অবৈধ অনুপ্রবেশ বাদ দেন আপনি বৈধ পথে পাসপোর্ট করে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ'র যে তান্ডব-দবদবা দেখবেন তাতেই হাঁ হয়ে যাবেন।
আর আমাদের বিজিবি-কে তো আমরা এই কারণে সীমান্তে রাখি না যে অন্য দেশের পোশাকধারী মাস্তান এসে আমাদের দেশের ভেতর ঢুকে মাস্তানি করবে আর আমাদের সীমান্তরক্ষীরা নেচে-নেচে টিকটক-রিল বানাবে? সেই পোশাকধারী মাস্তান বিএসএফ নাকি টিএসএফ তাতে কী আসে যায়!
জাস্ট চুলের মুঠি ধরে টানতে-টানতে নিয়ে আসতে হবে...।
আমার সাফ কথা, "This is my land, no BSF rides here"
১. BSF: এক নেকড়ের নাম: https://www.ali-mahmed.com/2012/01/bsf.html
আগাম সতর্কতা: [১] এই লিংকে লেখার প্রয়োজনে বিএসএফ দ্বারা ভয়াবহ নির্যাতনের একটা ভিডিও যুক্ত করা হয়েছিল। দুর্বল চিত্তের কাউকে আমি নিষেধ করব ভিডিওটি দেখার জন্য।

No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।