হালে ৩০০০ বছর পুরনো মিশরের মমির গলার স্বর কেমন হতে পারে এর একটা নমুনা দাঁড় করিয়েছেন বিজ্ঞানিরা:
পশ্চিমা এই গণমাধ্যম এটা নিয়ে মমির যে প্রকারে রসিকতা করছিল এটা দেখে আমার মনে হয়েছে স্রেফ নগ্ন কতগুলো মানুষ। যারা এখনও গা ঢাকতে শেখেনি। পশ্চিম হোক বা পূর্ব নগ্ন মানুষ দেখলে কেবল গা গুলায়। আমি চোখ বন্ধ করে ফেলি:
পূর্বপুরুষদের, শাসকদের কেমনতরো সম্মান দেখাতে হয় এটা দেখে এই অসভ্যগুলো যদি খানিকটা শিখত:
No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।