Wednesday, April 6, 2022

পায়ে লাগু...!

কিছু-কিছু মানুষ দেখে মনে হয়, আহা...। পায়ে লাগু। আ মিন পা ধরে সালাম করি। 

যেমন ধরা যাক, এই ভিডিওটি। এই ১৩ বছরের বাচ্চাটাটা... ভুল বললাম, আগুনের গোলাটা যে প্রকারে আগুন ধরিয়ে দিল এই আগুন চোখে দেখাও এক অমায়িক সুখ! দেখো দিকি কান্ড কেমন করে আবার বুক ঠুকে বলছে, আমি চামার:

 

এ তো অন্য দেশের কথা। আমাদের দেশের এই পুঁচকে মেয়েটা কী এক গর্বে ভাসতে-ভাসতে বলে আমার বাপ রিকশাচালক। আহারে-আহারে:


ইলন মাস্ককে আমার অন্য গ্রহের মানুষ মনে হয়। থামাথামির বিষয়টা সম্ভবত এর অভিধানে নেই:

 

আবার এই মানুষটাকে দেখে মনে হয়, এ যেন হরদম বকে মরে, নাথিং গনা স্টপ মি। কার, কিসের এমন বুকের পাটা যে একে থামায়:

 

আমরা পরীক্ষা হলে 'প্যান্ট গিলা' (এর বাংলা করতে চাচ্ছি না) করে ফেলতাম। অথচ এ দিব্যি পরীক্ষা হল থেকে লাইভ করছে। পায়ে লাগু-পায়ে লাগু, লিডার!

কেউ-কেউ বলবেন, 'উকানে' শিক্ষক 'কুতায়' ছিল। প্রশ্নকর্তারা সম্ভবত মঙ্গলগ্রহে থাকেন। এরা না-জানলেও আমরা বিলক্ষণ জানি কোন শিক্ষক এর গোপন কে... স্পর্শ করলে শিক্ষকের গোপন করার আর কিছুই থাকবে না। নীচের ভিডিও ক্লিপটা দেখলে খানিকটা আঁচ করা যাবে!

 

আসলে এটা পূর্বেরগুলোর সঙ্গে যায় না কিন্তু আমি সামনে পেলে এরও পা ধরে সালাম করব। কারণ? এই ছেলে তার শিক্ষকের সঙ্গে যে ভাবে তুই-তুকারি করে কথা বলছে, গালি দিচ্ছে আমরা তো এটা কল্পনাও করতে পারি না! এখনও আমার অল্প ক-জন শিক্ষক জীবিত। এর কী সাহস-কী সাহস! অথচ আজও আমার কোনও শিক্ষকের সামনাসামনি হলে 'মরা সাপের মত শ্বাস আটকে রাখি':


    

1 comment:

  1. আলি ভাই যদি কখনো ঢাকায় আসেন তবে আমারে একখান চড় মাইরা যাইয়েন।

    ReplyDelete

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।