Sunday, January 12, 2020

দলবাজ এবং 'পাবলিকবাজ'!

সিভিল সার্জন
শাহ আলম হাসপাতালের ভেতরে বিকট শব্দে 'বাজাবাজি' খেলা এবং 'গানাবাজানা' নিয়ে সাক্ষাৎকারে যেটা বলেন এর মোদ্দা কথা হলো, এই সব এক প্রকারের মিডিয়ার মিডিয়াবাজি- তিলকে তাল তালকে তিল করার খেলা কিন্তু এই সব দলবাজ মহোদয় ভুলে যান
'পাবলিকবাজ' পাবলিকের কথা। আফসোস, বড়ই আফসোস!









No comments:

Post a Comment

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।