১৯৭১ সালের ‘বাংলার মুখ’ নামের এই পত্রিকাটি সম্বন্ধে বিস্তারিত
জানা সম্ভব হয়নি। এটা বের হতো মুজিবনগর থেকে। সম্পাদক ছিলেন, ছিদ্দিকুর রহমান
আশরাফী। দাম ২৫ পয়সা! আরও সহজ করে
বললে ‘চাইর আনা’!
স্ক্যান করতে গিয়ে দেখি
কাগজগুলো ঝুরঝুরে হয়ে গেছে। এতোই সাবধানে নাড়াচাড়া করছিলাম যেন ডিমের খোসার ন্যায়
ভঙ্কুর। সামান্য চাপেই গুঁড়ো হয়ে যাবে। আমি আমার নিজের কর্কশ আঙ্গুলগুলোকে ক্রমাগত
নির্দেশ দিয়ে যাচ্ছিলাম, বাপু রে, সাবধান, খুব সাবধান। একটু এদিক-সেদিক হলেই কিন্তু সোজা মার...।
No comments:
Post a Comment
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।