Friday, January 10, 2014

অতলস্পর্শ আনন্দ!

এই বালকটির হাতে যে বিশ্বজয়ের কোনো পদক না এটা বলার তো অপেক্ষা রাখে না। তুচ্ছও না, অতি তুচ্ছ- ফেলে দেওয়া একটা জিনিস! ট্রেনের কোনো যাত্রী ডাব খেয়ে ফেলে দিয়েছেন। এই শিশুটি সেটাই কুড়িয়ে পেয়েছে। তার অনুমান, এটায় পাওয়ার সম্ভাবনা আছে ডাবের সুস্বাদু শাঁস।

টেন্ডুলকার ফেরারি গাড়ি পেয়ে কতটা আনন্দে ভেসেছিলেন আমি জানি না কিন্তু এই শিশুটির যে আনন্দে ভেসে যাওয়া- অতলস্পর্শ আনন্দ সেটা ধরে রাখার ক্ষমতা এই ক্যামেরা নামের যন্ত্রের কোথায়!

No comments:

Post a Comment

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।