এরশাদ-খালেদা জিয়ার সময় যেভাবে লেখা গেছে, ক্যারিকেচার, কার্টুন আঁকা গেছে আওয়ামী শাসনামলে সেটা ছিল স্রেফ একটা স্বপ্ন বা দুঃস্বপ্ন! একদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (!) শহিদুল আলমকে নগ্ন পায়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল সেটা আবার অনেক পরে জানা গেল। কোর্টে আবার 'মাই লর্ড' বিচারক পুলিশকে জিজ্ঞেস করছেন, পুলিশ আসামীর (শহিদুল আলমের) ফোনের পাসওয়ার্ড নিয়েছে কিনা, সেদিনই লেখালেখির কফিনে পেরেক ঠোকা হয়ে গেল...!
প্রথম ছবিটি 'কবিতা'র মতো সুন্দর৷ ছবিটার প্রেমে পড়ে গেছি, কঠিন প্রেম৷ কী ভাবছেন? ''ভাগ্যিস ব্যাটা ছবির প্রেমে পড়েছে, বেঁচে গেলাম...''
:) @Anonymous
আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।
প্রথম ছবিটি 'কবিতা'র মতো সুন্দর৷ ছবিটার প্রেমে পড়ে গেছি, কঠিন প্রেম৷ কী ভাবছেন? ''ভাগ্যিস ব্যাটা ছবির প্রেমে পড়েছে, বেঁচে গেলাম...''
ReplyDelete:) @Anonymous
ReplyDelete