প্রায়শ, এই সাইটে কঠিন কঠিন লেখা লিখতে গিয়ে ক্লান্তি লাগে আবার হালকা চালের লেখা লিখলে অনেকে রে রে করে তেড়ে আসেন :) । এখন থেকে ঠিক করেছি, অন্য একটা সাইটে পছন্দের কিছু ছবি পোস্ট, দুয়েক লাইনের হালকা চালের কিছু লেখা লেখব।
মূলত এটা আমার নিজের জন্য কিন্তু ওখানে কেউ মাথা ঢুকিয়ে দিলে মাথা কাটা যাবে এমনটা ভাবার কোন অবকাশ নাই :)। ওই সাইটটার নাম দিয়েছি 'ছবি ব্লগ': http://chobiblog.blogspot.com/
ঘুরে এলাম আপনার দ্বিতীয় বাড়ি। :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআপনি সিরিয়াস পাঠক হলে হতাশ হবেন কারণ ওখানে আমি হাবিজাবি পোস্ট করব :)। @সুব্রত
ReplyDeleteসমস্যা নেই, আমি সর্বভূক। :)
ReplyDeleteএমন মানুষ আজকাল কোথায়! :) @সুব্রত
ReplyDelete