Thursday, February 14, 2008

ভালবাসা দিবসে:

তবুও এই কুতুয়া গ্রহটাকে ভালবাসি...।

2 comments:

  1. কুতুয়া গ্রহ মানে কি?

    পোকা ভাই, ভালো আছেন তো?

    ReplyDelete
  2. কুতুয়া শব্দটা কুকুরের অপভ্রংশ।
    অসুন্দরের রুপকার্থে শব্দটা দিয়েছি। এমনিতে আদরের গালি, কুতুয়া রে...। তো, এই গ্রহটাকেও গালি দিলাম আর কী- অপত্য স্নেহে! তবুও এই কুৎসিত গ্রহটাকে ভালবাসি, হুদাহুদি- কেন? এর উত্তর আমার কাছে নাই।

    তিথি ভাইয়া,
    সম্ভবত ব্যাখ্যা করিতে গিয়া করিলাম পন্ড! আসলে লিখে ফেলাটা বড় সহজ- লেখার অর্থ বোঝাতে গিয়ে আমার ব্রেনে শর্ট-সার্কিট হয়ে যায়। হা হা হা।

    ReplyDelete

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।