My Blog List

  • আলোর সঙ্গে... - ডা. রুমি আলম যে হুইলচেয়ারটা দিয়েছিলেন [১] এটা যে এমন কাজে লাগবে তা আমাদের আগাম জানা ছিল না। কোর্টের সামনে এমরান নামের এই মানুষটাকে উকালতির সূত্রে ফি রোজ নি...

Saturday, January 18, 2020

কোবতে!১৭
বিরক্তিকর মুচমুচে রোদে ভাজা হতে হতে,
আকাশমেঘ গড়িয়ে লেপ্টে থাকে স্যান্ডেল পিচে-
সেদ্ধ বৃষ্টি অনবরত সাঁতরায় ধমনিতে।


১১.
বাবার সেই চাদরটা, যেটা
বাড়তি উষ্ণতা দেয় আমায়।
সেই চাদরটাই গায়ে ছিল
যেদিন চটিটা পায়ে দিলাম।
ওই চটিটা, যেটা দমাদম
সুর-তান তোলে করপোরেট
ঘোঁৎ-ঘোঁৎ শুয়োরটার পিঠে।


১০.
যে পাহাড়টা স্থির দাঁড়িয়ে
সে কিন্তু আমায় দেখে ভাবে,
কী অস্থির এই মানুষটা-
এক জীবনে এ অর্থহীন
ছোটাছুটির কী এক মানে!