Sunday, February 12, 2012

কৈশোর!

­আহ কৈশোর! হারিয়ে যাওয়া কৈশোর? কি জানি! আমি তো বলি, কৈশোর ফিরে আসে বারবার। সম্ভবত কৈশোরের স্মৃতিই আমাদেরকে বাঁচিয়ে রাখে...।

আজকের অতিথি বিশ্বজিত পাল বাবু। তিনি লিখেছেন অন্য রকম এক কলম দিয়ে- 'ক্যামেরাকলম'। এ কলমে কালি বের হয় না এ সত্য, অবশ্য আজকাল আর কলমে কালি কোথায়! কীবোর্ড চেপে আর যাই হোক কালি বেরুবার যো নেই।
যাই হোক, কখনও-কখনও একটি ছবি যে হাজার-হাজার শব্দের চেয়ে শক্তিশালি তা আবারও জানলাম। ছবিগুলোয় বিশ্বজিত পাল বাবু খানিকটা ধারণা দেয়ার চেষ্টা করেছেন:

 

3 comments:

  1. আচ্ছা শুভ ভাই, বলেন তো দেখি সবচাইতে দ্রুত যান কোনটা?রাখেন বলবেন না আমি বলি, মন যান। হাজার হাজার মাইল দুর থেকেও আমি কত তাড়াতাড়ি এই মন যানে চড়ে দেশে চলে এসেছি,এই বালকগুলির একজন হয়ে গেছি। মনটা খারাপ হয়ে গেল,আজ গলা পর্যন্ত গিলব।

    ReplyDelete
  2. দুর্দান্ত ছবি মাইরি।

    ReplyDelete
  3. রাকেশ দাদুর হোমডিস্ট্রিক কি ভারত?

    ReplyDelete

আপনার যে কোন মত জানাতে পারেন নিঃসঙ্কোচে, আপনি প্রাসঙ্গিক মনে করলে।